কলকাতায় বসে তীর্থ দর্শন, পুজোর বিশেষ চমক হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে

  • তীর্থ ক্ষেত্রে যেতে পছন্দ করেন অনেকেই  
  • এবার পুজোয় কলকাতাতেই হবে তীর্থ ক্ষেত্রে ভ্রমণ
  • তার জন্য যেতে হবে হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে
  • এবার পুজোয় সেখানে থাকছে বিশেষ চমক

debojyoti AN | Published : Sep 15, 2019 5:51 AM IST / Updated: Sep 23 2019, 02:22 PM IST

তীর্থ ক্ষেত্রে যেতে পছন্দ করেন অনেকেই। সাধ থাকলেও সাধ্যে হয়ে ওঠেনা অনেক সময়ই। কলকাতায় থেকেই এবার যদি এমনই এক তীর্থ যাত্রা হয়ে যায় তবে কেমন হবে? ভাবছেন তো এমনটা কি করে সম্ভব। এবার পুজোয় এমনটাই হতে চলেছে কলকাতার বুকে। কলকাতায় বসেই এবার স্বাদ পাবেন তীর্থ ক্ষেত্রে। তার জন্য তবে যেতে হবে আপনাকে হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে।  

আর মাত্র কটা দিনের অপেক্ষা তার পরেই আসছে পুজো। শরতের নীল আকাশ, কাশ বন আর ঘাসের উপরের শিশির যেন মায়েরই আগমণ বার্তা নিয়ে আসছে। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়ও। পাড়ার ক্লাব গুলোর থিমের কাজ প্রায় শেষের দিকে। আকর্ষনীয় সব থিম নিয়ে এবার পুজোয় ক্লাব গুলো আসছে। এমনই এক আকর্ষনীয় থিম নিয়ে এবার পুজোয় আসতে চলেছে হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গত বছরও সেখানকার থিমে ছিল বিশেষ চমক। গত বছর সেখানকার থিম ছিল 'নায়াগ্রা জলপ্রপাত'। এবার তবে সেখানে গেলে হবে দুর্গম পাহাড়ি পথে বৈষ্ণদেবী দর্শন। 

Latest Videos

তাদের পুজো এবার ৭৫তম বর্ষে পা দিচ্ছে। সেখানে এবার তারা মায়ের শান্তরুপি নারী শক্তির রূপকে তুলে ধরছে। শোনা যায় ভৈরো নামক এক অত্যাচারী কামুক অসুরের দৃষ্টি পড়ে কুমারি রূপী মা বৈষ্ণদেবীর ওপরে। সেই অসুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে মা অশ্রায় নেন দুর্গম পাহাড়ের এক গুহায়। সেই গুহাতেই তিনি বধ করেন কামুক অসুরকে। এবার সেই পাহাড় থেকে শুরু করে মা বৈষ্ণদেবী সবেরই দেখা মিলবে হালদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। 

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman