থ্রি-ডি তেই মা দুগ্গার চমক দেখাবে সল্টলেকের ই-সি ব্লক

  • থ্রিডি-তে অভিনব দুর্গা প্রতিমাই এবার ইউ-এস-পি, ই-সি ব্লকের
  • তাই এই বিষয়ে পুজো উদ্যোক্তারা সকলেই বেশ উত্তেজিত
  • বিগত দু মাস ধরে চলছে তাদের মণ্ডপসজ্জা
  • চতুর্থীতে করা হবে এই পুজোর উদ্বোধন

deblina dey | Published : Sep 15, 2019 5:46 AM IST / Updated: Sep 23 2019, 02:23 PM IST

থ্রি-ডি সিনেমা, থ্রি-ডি চিত্র থেকে শুরু করে হালের ক্রিকেট বিশ্বকাপে থ্রি-ডি প্লেয়ার পর্যন্ত আমরা অনেকেই শুনেছি, কিন্তু থ্রি-ডি প্রতিমা ব্যাপারটা কজন শুনেছেন এই ব্যাপারে বেশ সন্দেহ আছে। এই অভিনব প্রতিমাই এবার ইউ-এস-পি, ই-সি ব্লকের। স্বভাবতই ব্লকের বাসিন্দা থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা সকলেই বেশ উত্তেজিত।

আরও পড়ুন- শারদোৎসবে এক টুকরো বাংলাদেশ উঠে আসছে সল্টলেকের এফ-ই ব্লকে   

    মন্ডপ সজ্জার সঙ্গে যুক্ত শিল্পী কেষ্টপুরের আনন্দ গায়েন জানিয়েছেন বিগত দু মাস ধরে চলছে তাদের মণ্ডপসজ্জা। মোটামুটি নয় থেকে ১০ জন যুক্ত রয়েছেন মণ্ডপসজ্জার কাজে। তারা দিনে মোটামুটি ১০ থেকে ১২ ঘন্টাও কাজ করেন কোনও কোনও দিন। চতুর্থীতে এই পুজোর উদ্বোধন। তার মোটামুটি চার পাঁচ দিন আগেই মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তারা মনে করছেন। যদিও প্রতিমা এবং তাদের বাজেটের ব্যাপারে মুখ খুলতে চাননি পুজো কর্মকর্তারা।

আরও পড়ুন- দুর্গা পুজোয় এবার কান্ড কেদারনাথে, সৌজন্যে ই-ই ব্লক

     এবার পুজোয় নতুন ধাঁচের এই প্রতিমাকে চাক্ষুস করতে চাইলে আসতেই হবে সল্টলেক ই-সি ব্লকের এই পুজোয়।

Share this article
click me!