মাঠে আগুন জ্বালাচ্ছেন শামি, চুপ করে থাকেননি হাসিন

  • কথায় বলে স্য়াকরার ঠুকঠাক, কামারের এক ঘা
  • কাল তাই করে দেখিয়ে দিয়েছেন মহম্মদ শামি
  • চুপ থাকেননি হাসিনও
arka deb | Published : Jun 23, 2019 10:42 AM IST / Updated: Jun 24 2019, 09:07 PM IST

কথায় বলে স্য়াকরার ঠুকঠাক, কামারের এক ঘা। কাল তাই করে দেখিয়ে দিয়েছেন মহম্মদ শামি। একটি ম্যাচে ভাগ্যের জো়ড়ে সুযোগ পেয়েই ঐতিহাসিক জয় এনে দিয়েছেন কার্যত। আর সেই সময়েই হাসিন যেন অস্থির বিহ্বল। দিশাহীনও বটে। নিজের ছবি শেয়ার করে নিজেই ফের তুলে নিলেন। অবশ্য মচকাবেন তবু ভাঙবেন না তিনি। হাসিন জাহানের মুখে বার্তা- যাক যা গেছে তা যাক।

রুদ্ধশাস জয় পেয়েছে ভারত আফগানিস্তান ম্যাচে। শেষ বল পর্যন্ত গড়িয়েছে নাটক। গত দিন শেষ ওভারের তৃতীয় বলে আফগান তারকা ক্রিকেটার নবিকে ফেরান সামি। ৫৫ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন আফগান অধিনায়ক। পরের দু' বলে আরও দুই উইকেট তুলে নেন সামি। তার এই পারফরম্যান্স মনে রাখবে গোটা ক্রীড়াদুনিয়া। ভুবনেশ্বর কুমারের বদলি হিসেবে খেলতে এসে এখন শামিই ভারতীয় দলের বাজিগর। শামির সাফল্যের সময়েই নেটিজেনদের চোখ যায় হাসিনের প্রোফাইলে।

Latest Videos

জানা যাচ্ছে, খেলা চলাকালেই নিজের ফটোশুট্যের খোলামেলা ছবি শেয়ার করে ফের সরিয়ে দেন হাসিন। তিনি লেখেনও এটি একটি ফোটোশ্যুটের ছবি। প্রসঙ্গত দিন দুয়েক আগেই তাঁর নতুন ছবি শেয়ার করেন হাসিন। নিজের ছবিতে তিনি লেখেন, 'জানেওয়ালা জাতে রহেঙ্গে,হাম ভি অউর কাবিল বানতে রাহেঙ্গে।' অর্থাৎ, যারা যাওয়ার তারা যাবেই, আর আমি আরও যোগ্যতম হতে থাকব। 

নেটিজেনদের অবশ্য আর বলার দরকার নেই, 'যারা' বলতে কাকে বলতে চাইছেন হাসিনকে। কিন্তু শামি তো এগিয়ে গিয়েছেন, সাফল্যের হাসিও হাসছেন, হাসিনের কেন এই পিছুটান। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News