সাতসকালেই আকাশের মুখ ভার কলকাতায়, আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে


সোমবার সকাল থেকেই আকাশে মেঘ কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর,   হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

Asianet News Bangla | Published : Aug 23, 2021 2:50 AM IST / Updated: Aug 23 2021, 08:21 AM IST


সোমবার সকাল থেকেই আকাশে মেঘ কলকাতায়। এদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে শহর ও শহরতলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর,   হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গে ২৩ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। তবে  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন, Afghanistan: দেশে ফিরলেন বাংলার ২ বাসিন্দা,কলকাতা বিমানবন্দরে নিমাতার তমাল ও লেকভিউ-র সরজিত
আবহাওয়া দফতর সূত্রে খবর,    কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে।  দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। মূলত উত্তরবঙ্গের ৫ জেলা  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ২১তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও ২৩ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ থেকে দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। তবে বৃষ্টি কমলে তাপমাত্রা বাড়বে । আদ্রতা জনিত অস্বস্তি থাকবেই।  আবহাওয়া দফতর সূত্রে খবর,  বৃষ্টিতে তুলনামূলকভাবে কমেছে তাপমাত্রা। 

"

আরও পড়ুন, 'ত্রিশুল নিয়ে মা আসছে-খুব সাবধান BJP', রাখির দিনেই খুঁটি পুজোর সূচনায় তোপ অরুপ-মদনের
আবহাওয়া দফতর সূত্রে খবর,  বৃষ্টিতে তুলনামূলকভাবে কমেছে তাপমাত্রা। সোমবার   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশী।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৭ ডিগ্রী।  স্বাভাবিকের ১ ডিগ্রি বেশী রয়েছে। অপরদিকে আদ্রতা বেড়ে অস্বস্তি ভাবটা রয়েই গিয়েছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।   সর্বনিম্ন ৬১  শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.০ ডিগ্রি সেলসিয়ার্স।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৯ ডিগ্রী।  অপরদিকে আদ্রতা বেড়ে অস্বস্তি ভাবটা রয়েই গিয়েছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।   সর্বনিম্ন ৭৮  শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৮.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে৪ ডিগ্রি নীচে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৬ ডিগ্রী।  অপরদিকে আদ্রতা বেড়ে অস্বস্তি ভাবটা রয়েই গিয়েছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।   সর্বনিম্ন ৮৭  শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 


 

Share this article
click me!