আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোরা প্রভাবে বুধবার দিনভর ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বৃষ্টি খানিকটা কমলেও এদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। বুধ বৃহস্পতি দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও লাল সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপের প্রকোপ কাটলেও দুর্যোগের কালো মেঘ এখনও সরেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থেকে। ওড়িশা ও তার সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ শক্তি হারালেও ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোরা প্রভাবে বুধবার দিনভর ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বৃষ্টি খানিকটা কমলেও এদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। বুধ বৃহস্পতি দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও লাল সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন - ছত্তীসগঢ়ের দিকে সরছে নিম্নচাপ, আরও প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে?
বুধ বৃহস্পতি দুদিন শহরে দিনভর বৃষ্টির পাশাপাশি নামবে তাপমাত্রার পারদও। আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা সহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় সারা দিন ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি বাড়বে হাওয়ার গতিবেগও। বৃহস্পতিবার শুধু হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাকি জেলাগুলিতে বৃহস্পতিবারও থাকবে ঝড় বৃষ্টির দাপট।
আরও পড়ুন - চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে
ওড়িশা উপকূল থেকে নিম্নচাপ সরে গিয়ে ইতিমধ্যে পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ সরে গেলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা হাওয়ার প্রভাবও। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সূত্রের খবর পরবর্তী ১২ ঘন্টায় নিম্নচাপ আরও সরে গিয়ে পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করতে পারে। এছাড়াও জানা যাচ্ছে চলতি সপ্তাহতেও বৃষ্টি হবে শহর জুড়ে।
আরও পড়ুন - আবহাওয়ার ভ্রুকুটিকে থোড়াই কেয়ার, দিঘার সমুদ্রে স্নানে নেমে মর্মান্তিক মৃত্যু পর্যটকের