ফের জেলেই রোজভ্যালির কর্ণধার, গৌতম কুন্ডুর জামিনের আবেদন খারিজ

  • রোজভ্যালির কর্ণধার গৌতম  কুন্ডুর জামিনের আবেদন খারিজ
  • ফের একবার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
  •  বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে শুক্রবার মামলাটি ওঠে
  • গৌতম কুন্ডু ছাড়া অরুণ মুখোপাধ্যায় জামিনের আর্জি জানায় 
     

বেআইনি চিটফান্ড সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম  কুন্ডুর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে শুক্রবার মামলাটি ওঠে। গৌতম কুন্ডু ছাড়া অরুণ মুখোপাধ্যায় নামে আরও এক অভিযুক্তও জামিনের আর্জি জানায়। 

প্রতারণা মামলায় আপাতত স্বস্তি, গ্রেফতার করা যাবে না মণিরুল ইসলামকে

Latest Videos

আমানতকারীদের অর্থ ফেরত না দেওয়ায় বেআইনি আর্থিক লগ্নিকারী সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়।  ৪ বছর ১১ মাস ধরে জেলে রয়েছে রোজভ্যালি কর্তা ৷ হাইকোর্টে এর আগে একাধিকবার জামিন চেয়ে আবেদন জানালেও তা খারিজ হয়ে গেছে৷ ফের জামিন চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে রোজভ্যালি কর্তা। 

ঋতুস্রাবের পাঠ-ক্যারাটে প্রশিক্ষণ, মিমির হাত ধরে এবার যাদবপুরে সুকন্যা

এদিন বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে গৌতম কুন্ডুর আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা ৭ বছর। আইনে রয়েছে, সর্বোচ্চ সাজার অর্ধেক সময় অভিযুক্তর জেল খাটা হয়ে গেলে জামিন পেতে পারে। গৌতম কুন্ডু ৪ বছরের ওপর জেলে রয়েছে। তাহলে এবার জামিন পাবে না কেন? তবে জামিনের আবেদনের বিরোধিতা করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  (ইডি) এর বক্তব্য,  ২০১৮ সালের চিটফান্ড আইন অনুযায়ী কারও বিরুদ্ধে ১ কোটি টাকার ওপর আর্থিক প্রতারণার অভিযোগ থাকলে সেক্ষেত্রে আদালত বিবেচনা করে জামিন খারিজ করতে পারে। 

মোবাইলের টর্চ জ্বেলে পুরুলিয়ার গ্রামে ঢুকলেন বাবুল সুপ্রিয়, গ্রামের লোক বললেন 'রাজনীতি'

গৌতম কুন্ডুর পাশাপাশি অরুণ মুখোপাধ্যায়ও জামিন চেয়ে মামলা করে। তার আইনজীবীর দাবি, অরুণ মুখোপাধ্যায়ের গলায় ক্যানসার হয়েছে। চিকিৎসার প্রয়োজন। তাই জামিন দিক কোর্ট। কিন্তু বিচারপতি জামিনের আবেদন খারিজ করে দিয়ে ইডি'কে নির্দেশ দেন, ওই অভিযুক্ত চাইলে সুপার স্পেশালিটি হাসপাতালে ইডি'র খরচে চিকিৎসা করাতে হবে৷

Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন