বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন, কবে কোন পরীক্ষা হবে দেখে নিন

উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে যে পরিবর্তন হবে, সেই ইঙ্গিত আগেই জানিয়েছিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তার কারণ হল, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়তেই জেইই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। তার জেরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল করা হয়েছে।

বদল উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) সূচিতে। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার (Joint Entrance Exam) জন্যই এই সূচিতে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার নতুন সূচি ঘোষণা করেন তিনি। ১৬ এপ্রিলের পরিবর্তে কয়েকটি পরীক্ষা (Exam) ১৩ এপ্রিল হবে। এছাড়া ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন (Exam Days Change) বদলে ২৫ এপ্রিল করা হয়েছে। আর পরীক্ষার সূচি পরিবর্তন করার ফলে ২০ এপ্রিলের পরিবর্তে পরীক্ষা শেষ হবে ২৬ এপ্রিল। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে যে পরিবর্তন হবে, সেই ইঙ্গিত আগেই জানিয়েছিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তার কারণ হল, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়তেই জেইই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। তার জেরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল করা হয়েছে। কোন পরীক্ষার দিন বদল করা হয়েছে তা এক ঝলকে...

Latest Videos

আরও পড়ুন- মাধ্যমিকের প্রথম দিনেই সন্তান প্রসব, কোলে মেয়ে নিয়ে পরীক্ষা দিলেন সদ্য মা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ২৩ এপ্রিল রাজ্য়ের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দেখা যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেনের যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা। এই আশঙ্কা ছিলই। গত সপ্তাহে এই বিষয় নিয়ে নবান্নে একটি বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষার সূচিতে রদবদল করা হবে।

আরও পড়ুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অভিষেকের হস্তক্ষেপে মিলল সমাধান

সকাল দশটা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে বেলা ১টা ১৫ মিনিটে। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। সে কারণেই প্রত্যেক স্কুলে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তাঁর নজরদারিতেই হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সংসদ। সেই মতো প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল-গোলাপ, অটোতে-বাসে বিনামূল্যের পরিষেবা শহরতলিতে

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী