মাধ্যমিকে টোকাটুকি রুখতে নয়া ভাবনা, পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধের নিদান

  • মাধ্য়মিক পরীক্ষায় টুকলি বন্ধ করতে নয়া ভাবনা
  • পরীক্ষার সময় রাজ্যের একাধিক জেলায় ইন্টারনেট বন্ধ
  • এমনই পরিকল্পনা করছে রাজ্য সরকার
  • সোমবারই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে
     

Asianet News Bangla | Published : Feb 17, 2020 10:48 AM IST / Updated: Feb 19 2020, 10:38 PM IST

মাধ্য়মিক পরীক্ষায় টুকলি বন্ধ করতে নয়া ভাবনা নিচ্ছে রাজ্য় সরকার। পরীক্ষার সময় রাজ্যের একাধিক জেলায় ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সোমবারই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অতীতে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বার বার মুখ পুড়েছে রাজ্য় সরকারের। গত বছরের সেই আতঙ্ক  থেকেই এবার পরীক্ষার সময় ব্লকে ব্লকে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার। গত বছর মাধ্য়মিকে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় উচ্চমাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধ রাখা হয় বেশ কিছু জায়গায়। যা থেকে ফলও পাওয়া যায় হাতেনাতে।

তাপস সহ তিন মৃত্যুর জন্য দায়ী কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

গত বার মাধ্য়মিকের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এবং ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীনই প্রশ্নপত্র বাইরে চলে এসেছে বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপে যেসব প্রশ্নপত্রগুলি ঘুরছিল পরে দেখা যায় সব কটাই আসল প্রশ্নপত্রের ছবি। পরীক্ষায় টুকলি রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। 

মার্চেই হয়তো দোতালা বাস ফিরবে কলকাতায়, এবার খোলা ছাদে শহর দেখবে যাত্রীরা

এদিকে মাধ্য়মিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ । সোশাল সাইটে এ বিষয়ে চলছে জোরকদমে প্রচার। লাউড মিউজিক বা জোরে চলা যেকোনও রকম শব্দে যদি কারও অসুবিধে হয়, অবশ্য়ই তা পুলিশকে জানাতে বলা হয়েছে। প্রশ্ন উঠেছে,পরীক্ষার আগে রাজ্য়জুড়ে মাধ্য়মিক পরীক্ষার্থীদের লাউড স্পিকারে শুভেচ্ছা বিনিময় নিয়েও।  সেক্ষেত্রে পুলিশ কী  ব্যবস্থা নেয় এটাও ভাবার বিষয়।

Share this article
click me!