BJP Program: সল্টলেকের শিবমন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করলেন জয়প্রকাশ, দিলেন পুজোও

কর্মসূচির অংশ হিসেবেই আজ সল্টলেকের সিআরপিএফ ক্যাম্পের কাছে থাকা শিব মন্দিরে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর নেতৃত্বে বিজেপি কর্মীরা একসঙ্গে শিব মন্দিরের আশপাশে থাকা সব আবর্জনা জঞ্জাল পরিষ্কার করেন। ঝাঁট দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করেন তিনি।

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর (Kashi Vishwanath Corridor) আগামীকাল নতুন রূপে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তার জেরেই রাজ্যের বিভিন্ন শিবমন্দিরে পুজো দিচ্ছেন বিজেপি নেতারা। পরিষ্কার করছেন মন্দির চত্বর। কয়েকদিন ধরেই বিজেপির তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সল্টলেকের সিআরপিএফ ক্যাম্পের কাছে থাকা শিব মন্দিরে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। তাঁর নেতৃত্বে বিজেপি কর্মীরা একসঙ্গে শিব মন্দিরের (Shiv Temple) আশপাশে থাকা সব আবর্জনা জঞ্জাল পরিষ্কার করেন। ঝাঁট দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করেন তিনি।

ওই কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে কটাক্ষ করেন প্রকাশ মজুমদার। তিনি বলেন, "একটা ভালো জায়গা, রাজনৈতিক পর্যটনের জন্য তাঁরা যাচ্ছেন। নতুন করে পা রাখার চেষ্টা করছেন। সাধারণত নতুন কোনও রাজ্যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে সেখানে জমি তৈরি করতে হয়, বীজ রোপন করতে হয়। তারপর তার থেকে অঙ্কুর বেরোয়। সে অনেক সময়ের ব্যাপার। সুতরাং দেখা যাক তাঁদের ধৈর্য কতদিন থাকে। গোয়াতে যে রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করবেন বলে ভেবেছিলেন তারা তো ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে তৃণমূল পার্টিকে এবং সব থেকে মজার ব্যাপার সোশ্যাল মিডিয়াতে যে কারণ তারা দেখিয়েছে যে এক তৃণমূল নেত্রীর রিভলবার ধরা ছবি পোস্ট করে বলেছে এরা সন্ত্রাসবাদী পার্টি। গোয়ার মানুষ তাঁদেরকে মেনে নেবে না।"

Latest Videos

২০২২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে জিতে সেখানে ক্ষমতায় এলে গৃহলক্ষ্মী প্রকল্প শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। গোয়ার প্রায় সাড়ে ৩ লক্ষ পরিবারকে ওই প্রকল্পের আওতায় নিয়ে যাওয়া হবে। তার মাধ্যে মহিলারা মাসে ৫ হাজার টাকা পাবেন। এ প্রসঙ্গে জয়প্রকাশ বলেন, "গোয়ার মায়েদের জন্য ৫ হাজার টাকা দেওয়ার কথা বলেছেন সেখানে বাংলার মায়েরা মাত্র ৫০০ টাকা পাচ্ছেন। তাতে বাংলার মায়েদের অপমান করা হচ্ছে। তাই মাননীয়ার কাছে অনুরোধ করব যাতে বাংলার মায়েদেরও ৫ হাজার টাকা করে দেওয়া হয়। কারণ এমনিতেই রাজ্যটা ধারে বিকিয়ে গিয়েছে আরও একটু ধার করে বাংলার মায়েদের জন্য ৫ হাজার টাকা করে দেবে তাতে মনে হয় বাংলার মায়েদের সম্মানটা বাঁচবে।"

প্রস্তুত রয়েছে বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর। শুধু অপেক্ষা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধনের (PM Narendra Modi inaugurate Kashi Vishwanath Corridor)। তারপর স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বহু প্রতিক্ষীত এই করিডর। আশা করা হচ্ছে, কেন্দ্রের অন্যতম বড় এই প্রকল্পের জেরে ধর্মীয় শহরের পর্যটন আরও শক্তিশালী হবে। আর নতুন বছরের শুরুতে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে তৈরি হওয়া এই প্রকল্পের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে দলের কর্মসূচির অংশ হিসেবে শনিবার কালনার ১০৮ শিবমন্দিরে মাথা ছোঁয়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্দির চত্বর ঝাঁট দিয়ে পরিষ্কার করেন তিনি। এমনকী পুর প্রশাসকের বাড়ির সামনেও পরিষ্কার করেন।

Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News