কলকাতার বেশিরভাগ দ্রষ্টব্য স্থান বন্ধ হলেও খোলা চিড়িয়াখানা, মাস্ক পরার নির্দেশ কর্মীদের

  • করোনা আতঙ্কে বন্ধ রাজ্য়ের শিক্ষা প্রতিষ্ঠান-দ্রষ্টব্য স্থান 
  • সেই তালিকায় শুধু নাম নেই কলকাতা চিড়িয়াখানার 
  • রবিবার পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ 
  • সংক্রমণ রুখতে চিড়িয়াখানা কর্মীদের মাস্ক পরার নির্দেশ 

  •  

করোনা আতঙ্কে রাজ্য়ের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং  কলকাতা শহরের যাবতীয় দ্রষ্টব্য স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র সেই তালিকায় নাম পড়েনি কলকাতা চিড়িয়াখানার। করোনার সংক্রমণ এড়াতে চিড়িয়াখানার সব কর্মীদের মাস্ক পরে থাকার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, রাজ্যে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত

Latest Videos


করোনা মোকাবিলায় রবিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি-সহ সব বড় দ্রষ্টব্য স্থান। তবে এই তালিকা থেকে এখনও বাদ রয়েছে চিড়িয়াখানা।  রবিবার পর্যন্ত অন্তত দর্শকদের জন্য খোলা রাখারই সিদ্ধান্ত নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে খোলা রাখলেও সংক্রমণ যাতে না ছড়ায়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা চিড়িয়াখানা।

আরও পড়ুন, বাধা দিচ্ছে করোনা আতঙ্ক, পুরভোট পিছোনোর দাবি তুলবে তৃণমূল


সংক্রমণ রুখতে চিড়িয়াখানার সব কর্মীদের মাস্ক পরে থাকার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনা আতঙ্কে কলকাতা চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা অনেকাংশেই কমে গিয়েছে। তবুও যাঁরা আসছেন, তাঁদেরকেও মাস্ক পরে চিড়িয়াখানা ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, দর্শক সংখ্যা কম থাকলে পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার থেকে চিড়িয়াখানা  বন্ধ করা হতে পারে। উল্লেখ্য়,   লিখিত  নির্দেশ না থাকলেও মৌখিক ভাবে আপাতত বন্ধ রাখা হয়েছে বিদেশিদের আনাগোনা। প্রসঙ্গত উল্লেখ্য়, কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক থেকে ইতিমধ্য়েই রাজ্য় এবং সংস্থাকে আগাম করোনা ভাইরাস নিয়ে আগাম সতর্কতা নির্দেশ দেওয়া হয়েছে। স্টেডিয়াম, থিয়েটার, সিনেমা হল সহ সব জায়গাতেই কোনওরকম জমায়েতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন, পুরভোট পিছোনোর কথা বলবে না বিজেপি, নয়া চালে তৃণমূলকে মাত মুকুলের

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News