সংক্ষিপ্ত

 

  • আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
  • বৃষ্টি হবে রাজ্যের  উপকূলীয় জেলাগুলিতে
  • বঙ্গোপসাগরে ফের বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে
  • এর জেরে সপ্তাহান্তে রাজ্যে ফের ঝড়-বৃষ্টি


সপ্তাহান্তে রাজ্যে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি কার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার ফলেই রাজ্যে ফের বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর মাঝেই বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা আছে রাজ্যে। 

আরও পড়ুন: সম্পর্ক রাখতে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছিল মা, জানতে পেরে আত্মহত্যা মেয়ের

সপ্তাহের শুরুতে সোমবারও রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৭২ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। 

আরও পড়ুন: ভারতীয় সনাতনী পোশাক চলবে না, দিল্লির রেস্তোরাঁয় এন্ট্রি পেলেন না তরুণী, ভাইরাল হল ভিডিও

এদিকে শহর কলকাতায় রাতের তাপমাত্রা বাড় ৩ ডিগ্রি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।