কলকাতায় এবার করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেন হানা। এদিকে ইতিমধ্য়েই আবার শহরে ব্রিটেন স্ট্রেনে কোভিড আক্রান্ত বেড়ে ৪ জন হয়েছে। সবমিলিয়ে বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল এবার পাঁচে।
আরও পড়ুন, রান্নাঘরে আগুন দামে জ্বালানী, নারী দিবসে মহিলাদের হাত ধরে কলকাতায় প্রতিবাদ মিছিল মমতার
শনিবারই খবর এসেছিল কলকাতায় ৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে । যারা বিদেশি স্ট্রেনে আক্রান্ত।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, একটি বেসরকারি ল্য়াবে বিদেশ ফেরত ওই ৪ জনের নমুনা পাঠানো হয়। জানা গিয়েছে, ওই ৪ জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে অবস্থিত এনআইবিএমজি এবং স্কুল অব ট্রপিক্য়ালে পাঠানোর পর খবর আসে , তাঁদের ৩ জন ব্রিটেন স্ট্রেনে এবং ১ জন দক্ষিণ আফ্রিকা স্ট্রেনে আক্রান্ত। এই মুহূর্তে বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৫। বিদেশী স্ট্রেনে আক্রান্তদের বেলেঘাটা আইডিতে চিকিৎসা চলছে। চিকিৎসাধীন ব্যক্তির দুই জন নদিয়া,একজন কলকাতা এবং অপরজন দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। দক্ষিণ আফ্রিকার স্টেনে ব্যক্তির বাড়ি মালদহে।
আরও পড়ুন, মঙ্গলে নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল, দলের সবার মতামত নিলেন মমতা
এদিকে দেশে এখন করোনার ২ টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোভিশিল্ড এবং কোভ্য়াকসিনের মাধ্যমে চলছে টিকাকরণ। তবে কোভিশিল্ড নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা আগেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধে কম কাজ করছে তাঁদের ভ্য়াকসিন। তাই কলকাতায় দক্ষিণ আফ্রিকা স্ট্রেন ধরা পড়তেই উদ্বেগ বাড়ল চিকিৎসকদের।