ফের শুরু বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

  • বউবাজারে মেট্রোর কাজ শুরুর নির্দেশ দিল হাইকোর্ট 
  • স্থগিতাদেশের ৬ মাস পর হাইকোর্টের অনুমতি মিলল  
  • এই কাজে রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে 
  • ৪ সপ্তাহ পর হাইকোর্টে, এই মামলার পরবর্তী শুনানি  

Ritam Talukder | Published : Feb 11, 2020 7:16 AM IST

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুড়ঙ্গ খোঁড়ার কাজের ওপর স্থগিতাদেশের প্রায় ৬ মাস পর অবশেষে হাইকোর্টের অনুমতি মিলল।  সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, এসপ্ল্যানেড এবং শিয়ালদহর মাঝের টানেলের কাজ শুরু করতে পারবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই কাজে রাজ্য সরকার সহযোগিতা করবে।

আরও পড়ুন, ফের থানায় তদন্ত চলাকালীন প্রৌঢ়ের মৃত্য়ু, লাগল রাজনীতির রং

সূত্রের খবর, ইষ্ট ওয়েষ্ট মেট্রোরেল নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল'কে বৌবাজারে ফের কাজ শুরু  করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ৩ সেপ্টেম্বর সুড়ঙ্গ খোঁড়ার কাজের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। পরবর্তীকালে সেই স্থগিতাদেশের মেয়াদ একাধিকবার বাড়িয়েছে আদালত। ডিসেম্বরে কেএমআরসিএল কর্তৃপক্ষ কোর্টের কাছে আবেদন জানিয়েছিল ফের কাজ শুরু করার জন্য। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কেএমআরসিএল ফের কাজ শুরু করতে পারবে৷ 

আরও পড়ুন, করোনা মোকাবিলায় সতর্ক প্রশাসন, শহর থেকে বন্ধ হংকং ও চিনের সমস্ত উড়ান

সূত্রের খবর,  রাজ্য সরকার বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজে সহযোগিতা করবে। মেট্রোর কাজের ওপর ২৪ ঘন্টা নজরদারি থাকবে৷ প্রতি ১৫ দিন অন্তর মাদ্রাজ আইআইটি'র কাছে কাজের রিপোর্ট দিতে হবে নির্মাণকারী সংস্থাকে। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে।

Share this article
click me!