Mamata Meeting at Phoolbagan: 'পথ দেখাবে কলকাতা, ২০২৪-এ দেশজুড়ে খেলা হবে'

কলকাতাই, ২০২৪ সালে গোটা ভারতে বিজেপির (BJP) পরাজয়ের পথ দেখাবে। কলকাতা পুর নির্বাচন ২০২১-এর (Kolkata Municipal Elections 2021) প্রচারে, ফুলবাগানের (Phoolbagan) জনসভা থেকে এমনই বললেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
 

'সারা ভারত তাকিয়ে আছে কলকাতার (Kolkata) দিকে। কলকাতার মানুষ কী ভাবছে, কী বলছে তার দিকে। বিজেপিকে (BJP) সারা ভারতে পরাস্ত করতে হবে। পথ দেখাবে কলকাতা। ২০২৪-এও খেলা হবে।' বুধবার কলকাতা পুরসভা নির্বাচন ২০২১-এর (Kolkata Municipal Elections 2021) ঠিক আগে, ফুলবাগানের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে, এভাবেই সারা ভারতে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার জন্য সমর্থন চাইলেন কলকাতার। 

রবিবার, ১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন। তার আগে বুধবার বিকেলে ফুলবাগানের মোড়ে , উত্তর কলকাতার (North Kolkata) ৬০টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে একটি জনসভা করেন তৃণমূল নেত্রী। কলকাতা পুরসভার নির্বাচন হলেও, সেখানে তিনি টেনে আনেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রসঙ্গও। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এখন ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। 

Latest Videos

এদিন মমতা বলেন, তিনি গোটা ভারতেই বিজেপিকে পরাস্ত হতে দেখতে চান। ২০২৪-এও 'খেলা হবে' (Khela Hobe)। তার আগে যে কটা নির্বাচন হবে, তার প্রতিটাতেই 'খেলা হবে'। তিনি আরও বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে সঙ্গে দেশের সংস্কৃতি, সম্প্রীতি রক্ষা করবেন। আর বাংলা তার পথ দেখাবে। তৃণমূল নেত্রী বলেন, 'বাংলাই আনবে বিশ্বে ভোর'। তারপরই তিনি জানান, কলকাতা দিকে সারা ভারত তাকিয়ে আছে। কলকাতাকে তিনি ভারতের সেরা শহর, এওয়ান সিটি বলে উল্লেখ করেন। তাই কলকাতার ভাবনা, সারা ভারতকে জাগিয়ে তুলবে। কলকাতাবাসীর একেকটা ভোট তাঁর কাজে অনুপ্রেরণা হবে, বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

একইসঙ্গে মঞ্চ থেকে ধর্মীয় সম্প্রীতির (Communal Harmony) বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'সব ধর্মের মানুষ যাতে সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি, এটাই তাঁদের শপথ'। এর আগে মঙ্গলবার গোয়ার (Goa) জনসভা থেকেও তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে, 'নির্বাচন আসলেই কেদারনাথের মন্দিরে (Kedarnath Temple) ধ্যান বা গঙ্গায় (The Ganges) ডুব দেওয়ার কথা মনে পড়ে', এমন অভিযোগ এনেছিলেন। 
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari