বিপদে পড়লেই আমার নাম নিন, 'টক টু মেয়র' অনুষ্ঠান থেকে জানালেন ফিরহাদ হাকিম

  • সামনেই পুরভোট, এদিকে জমেছে অভিয়োগের পাহাড়
  • একের পরে এক পুরসভা বেদখল হয়ে যাচ্ছে
  • এই অবস্থাতেই জনসংযোগের দাওয়াই হিসেবে টক টু মেয়র পরিষেবা চালু হল 
arka deb | Published : Jul 4, 2019 7:59 AM IST / Updated: Jul 04 2019, 01:35 PM IST

সামনেই পুরভোট। এদিকে একের পরে এক পুরসভা বেদখল হয়ে যাচ্ছে।  খাস কলকাতারই পঞ্চাশটি পুরসভায় গেরুয়া প্রাধান্য চোখে পড়ার মতো। এই অবস্থাতেই জনসংযোগের দাওয়াই হিসেবে টক টু মেয়র পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। এবার সেই রথ গড়গড়িয়ে দৌড়চ্ছেও।

সূত্রের খবর, ১৮০০৩৪৫১২১৩-এই টোল ফ্রি নম্বরটিতে ফোন করলে ফোন ধরছেন খোদ মেয়র।বুধবার ঘোষণামাফিক পূর্বনির্ধারিত সময়ে পুরসভার কনফারেন্স হলে টক টু মেয়র অনুষ্ঠীন শুরু করেন ফিরহাদ হাকিম। অনুষ্ঠান শুরু হতেই হিট, আসতে থাকে একের পর এক ফোন। অভয়বার্তা দিতে থাকেন ফিরহাদ। 

Latest Videos

কসবার ৯১ নং ওয়ার্ডের জনৈক বাসিন্দা এদিন ফোনে বলেন, নিজের জমিতেই বাড়ি করতে পারছেন না। জাভেদ হাকিমের নাম নিয়ে ভয় দেখানো হচ্ছে। মেয়র তার উত্তরে বলেন, কেউ জাভেদ খানের নাম নিয়ে ভয় দেখালে আপনি ফিরহাদ হাকিমের নাম নিন। আপনার কাগজপত্র ঠিক থাকলে কাজ হওয়া কেউ রুখতে পারবে না। জানা গিয়েছে, টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম এইদিন মোট ৩০ টি ফোন ধরেন। এর মধ্যে ছিল বেআইনি নির্মাণ, জঞ্জাল সাফাই না হওয়া, নিকাশি সমস্যার মতো অভিযোগ।

আরও পড়ুনঃ ফোন করলেই ধরবেন মেয়র, পুরভোটের আগে টোল ফ্রি নম্বর চালু করলেন ফিরহাদ
মুখ পুড়ল রাজ্যের, ডাক্তারদের পাশে ববি হাকিমের মেয়ে

অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরমন্ত্রী বলেন, প্রতিটি ছোটবড় অভিযোগ খতিয়ে দেখা হবে। বিল্ডিং প্ল্যান না মেনে হঠাৎ ফ্লোর তুলে দেবে, এমনটা হতে দেওযয়া যাবে না।আপাতত স্থির হয়েছে এই কর্মসূচি প্রতি বুধবারই চলবে। ২৪ ঘণ্টাই যাতে শহরের নাগরিকরা মেয়রের সঙ্গে সকচথা বলতে পারেন তা সুনিশ্চিত করতে অ্যাপ আনার কথাও ভাবছে পুরসভা।
 


 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh