আত্মহত্যার চেষ্টা পার্কস্ট্রিট মেট্রোয়, কর্মব্যস্ত দিনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা

সপ্তাহের কর্মব্যস্ত দিনে প্রায় আধ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চরম বিপাকে নিত্যযাত্রীরা। দুপুর থেকেই বন্ধ গিরিশপার্ক থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। 

ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। সপ্তাহের কর্মব্যস্ত দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় পরিষেবা। চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণ বাঁচল ওই ব্যক্তির। 

১১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মেট্রোর সামনে ঝাপ দেন বছর ৪৫-এর এক ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় ব্যক্তিকে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। 

Latest Videos

সপ্তাহের কর্মব্যস্ত দিনে প্রায় আধ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চরম বিপাকে নিত্যযাত্রীরা। দুপুর থেকেই বন্ধ গিরিশপার্ক থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। 

কোথায় কোথায় ব্যাহত পরিষেবা? 

উত্তরে দক্ষিণেশ্বর স্টেশন থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। আবার দক্ষিণে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। গিরিশপার্ক থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। সূত্রের খবর বেলা ১.১৫ থেকে ফের স্বাভাবিক হয় পরিষেবা। 

আরও পড়ুন জলের তলা দিয়ে মেট্রো ছুটবে জুনে, হাওড়া-শিয়ালদহের যাত্রীরা কাউন্টডাউন শুরু করুন

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা নাগাদ শুরু হয় নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান। মোট পাঁচটি স্টেশনের উপর দিয়ে ছুটল মেট্রো। সকালে পুজোর করে শুরু হল মেট্রোর ট্রায়াল রান। কবে থেকে এই রুটে মেট্রো পরিষেবা চালু হবে সে বিষয় স্পষ্টভাবে কিছু না জানালেও গড়িয়া থেকে রুবি পর্যন্ত অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্ট্রেশন মেট্রোর ট্রায়াল রান শুরু হবে নভেম্বর মাস থেকে। এই বছরের শেষের মধ্যেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এক বছর আগেও এই পাঁচটি স্টেশনের তৈরির কাজ চলছিল। 

আরও পড়ুন - যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি

তবে প্রথমবারেই নির্বিঘ্নে হল না ট্রায়াল। শুরুতেই বিকট শব্দ করে থেমে যায় মেট্রো। ট্রায়াল রানের শুরুতেই যান্ত্রিক ত্রুটির জেরে ঘটল বিপত্তি। নিউ গড়িয়া থেকে রুবি যাওয়ার পথেই বিকট আওয়াজ করে থেমে যায় মেট্রো। যান্ত্রিক গোলযোগের কারণেই এই গন্ডোগোল বলেই জানানো হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও ফিরতি পথে ত্রুটি মুক্ত করা হয় মেট্রোটিকে। 

আরও পড়ুন - ১৪ জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ইতিহাসের ক্ষণ, একই দিনে শিয়ালদহ থেকে ছুটছে ১০০ মেট্রো ট্রেন

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের