কলকাতার কোন কোন এলাকা কনটেইনমেন্ট জোন, জানাল রাজ্য় সরকার

 

  • কেন্দ্রের তালিকায় রেড মার্কিংয়ে রয়েছে বাংলার চার জেলা
  •  উত্তর ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতা
  • এই কলকাতার মধ্য়েই বহু জায়গাকে স্পর্শকাতর ধরা হয়েছে
  • এক নজরে জেনে নেব মহানগরের কনটেইনমেন্ট জোনগুলি
     


কেন্দ্রের তালিকায় রেড মার্কিংয়ে রয়েছে বাংলার চার জেলা। উত্তর ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতা। এই কলকাতার মধ্য়েই বহু জায়গাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। এক নজরে জেনে নেব মহানগরের কনটেইনমেন্ট জোন কোনগুলি।

কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুকুর (অভয় মিত্র স্ট্রিট)৷ ৩ নম্বর ওয়ার্ড- জেকে ঘোষ রোড লাল ময়দান (কৃষ্ণ মল্লিক লেন, ৮৬ বেলগাছিয়া রোড,জে কে ঘোষ রোড),উল্টোডাঙ্গা থানা৷ ৫১/২ অনাথ নাথ লেন,অনাথ দেব লেন, টালাপার্ক এভিনিউ ৷ ৪ নম্বর ওয়ার্ড- ১৩/a/৬ রাজা মণীন্দ্র রোড, কলকাতা ৩৭,৫,৬,৭,৮,১০,১১,১২,১৩,১৪৷ রাজা মণীন্দ্র রোড,চন্দ্র নাথ সিমলা লেন৷ পাইকপাড়া,বেলগাছিয়া, কলকাতা ১০-১২,উমাকান্ত সেন লেন ৩-২৮, ৫ নম্বর ওয়ার্ড- ১০৭/১b বেলগাছিয়া রোড (ক্ষুদিরাম বসু সরণি), রেল কোয়াটার,কলকাতা স্টেশন ঝুপড়ি,সাধুখান রোড৷ ২৬ ইন্দ্র বিশ্বাস রোড,সহ একাধিক এলাকা৷

Latest Videos

করোনা পজিটিভ হলেও বাড়িতে থাকতে পারবে রোগী,নতুন ঘোষণা মুখ্য়মন্ত্রীর.

এছাড়া রয়েছে- কেসি রোড, চিড়িয়ামোড়,কাশীপুর, সচিন মিত্র লেন, বিধান সরণি, বাগবাজার,শ্যামপুকুর স্ট্রিট, নবকুমার রাহা লেন (কলকাতা-৪),শ্যামবাজার, নলিনী সরকার স্ট্রিট, সিকদার বাগান, অরবিন্দ সরণি,ভবনাথ সেন স্ট্রিট (কলকাতা-৪), মানিকতলা,ক্যানেল ওয়েস্ট রোড, বিবেকানন্দ রোড,সিমলা রোড,মানিকতলা, রাজা ধীরেন্দ্র স্ট্রিট,বেনিয়াটোলা স্ট্রিট,বেনিয়াটোলা লেন, জোড়াবাগান,হরি ঘোষ স্ট্রিট, ভীম ঘোষ লেন, কাশী বোস লেন,দু্র্গাচরণ মিত্র স্ট্রিট (কলকাতা-৬),বিকে পাল এভিনিউ স্ট্রিট, সোনাগাছি লেন৷

বাদ যায়নি জয় মিত্র স্ট্রিট, নীলমণি মিত্র স্ট্রিট, রাম চন্দ্র ঘোষ লেন, জরিফ লেন (কলকাতা-৬),এম ডি রোড, কাশী দত্ত স্ট্রিট,বিপ্লবী বারীন ঘোষ সরণি,পটুয়াপাড়া লেন, খালপাড় ঝুপড়ি (বোরো ৩),নারকেলডাঙা (বোরো ৩),ক্যানেল ইস্ট রোড (বোরো ৩),নারকেল ডাঙা মেন রোড (বোরো ৩) সিআইটি রোড, ফুলবাগান অঞ্চল,মোতিলাল বাসাল লেন, ফুলবাগান,কাদাপাড়া, ফুলবাগান,বেলেঘাটা মেন রোড,বারোয়ারি টালা রোড (বোরো ৩),কবি সুকান্ত সরণি (বোরো ৩),স্ট্যান্ড রোড, স্ট্যান্ড ব্যাঙ্ক রোড৷ বড়তলা স্ট্রিট, বড়বাজার, হরিরাম স্ট্রিট, জৈন মন্দির রোড, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট,বিডন স্ট্রিট, অক্ষয় দত্ত লেন, নিমতলা ঘাট স্ট্রিট,পাথুরিয়াঘাটা স্ট্রিট,হরিনাথ দে রোড, নারকেল ডাঙা, সিকদার পাড়া,জোড়াসাঁকো, মার্কাস স্ট্রিট,কাইজার স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট, প্রেমন্দ্র বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট,জগবন্ধু লেন, মুচিপাড়া,বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, শিয়ালদা, নবীন চন্দ্র বড়াল স্ট্রিট৷

রাজ্য়ে ২১ মে পর্যন্ত লকডাউন! নবান্নে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী.

করোনার আতঙ্ক গ্রাস করেছে- স্কট লেন, আমহার্স্ট স্ট্রিট,জাকারিয়া স্ট্রিট,মেডিক্যাল কলেজ,বি সি রায় স্টুডেন্টস হস্টেল, নীলমাধব সেন লেন,বিবি গাঙ্গুলি স্ট্রিট, এজেসি বোস রোড, এন্টালি, কানাল স্ট্রিট, ছাতু বাবু লেন,আনন্দ পালিত, পামের বাজার৷ হাতিবাগান রোড (উত্তর কলকাতা),বেনিয়াপুকুর হরেকৃষ্ণ কোঙার রোড, গোরাচাঁদ লেন,কসাইপাড়া লেন, পার্কস্ট্রিট, লিটন স্ট্রিট, ক্রিমেটোরিয়াম স্ট্রিট, ম্যাকলিয়ড স্ট্রিট,আলিমুদ্দিন স্ট্রিট, নবাব আব্দুল লতিফ স্ট্রিট, রানি রাশমনি গার্ডেন লেন, ট্যাংরাকে।

অন্যদিকে করোনায় নাম রয়েছে- চিংড়িঘাটা, ক্রিস্টোফার রোড, মুসলিম কাম্প বস্তি,প্রগতি ময়দান, তিলজলা রোড, তোপসিয়া, বেক বাগান, পার্কসার্কাস, কনভেন্ট লেন, মতিঝিল বস্তি,রাধানাথ চৌধুরী রোড, মির্জা গালিব স্ট্রিট, ব্রাইট স্ট্রিট,পাম এভিনিউ, বালিগঞ্জ, তিলজলা লেন, মিয়াঁজান অস্তাগার লেন, বালিগঞ্জ প্লেস,বুন্দেল রোড, গড়িয়াহাট, একডালিয়া রোড, বালিগঞ্জ প্লেস৷ হাজরা রোড বালিগঞ্জ, বেলতলা রোড, এলগিন রোড, লেক এভিনিউ,পন্ডিতিয়া রোড, এসপি মুখার্জি রোড কালীঘাট,ফার্ন রোডের।

এবার পিপিই-তে তৃণমূল বিধায়কের নাম, লজ্জাজনক কাজ বললেন বাবুল.

কনটেইনমেন্টের তালিকায় রয়েছে, পদ্মপুকুর রোড,কমান্ড হসপিটাল, আলিপুর৷ চেতলা হাট রোড, নব রায় লেন, আফতাব মসজিদ লেন, ওয়াটগঞ্জ, বডি গার্ডস লাইন অ্যান্ড সিডব্লুই ক্যাম্পাস, হেস্টিংস, গঙ্গাধর ব্যানার্জি লেন, বিশু বাবু লেন, মোমিনপুর রোড, খিদিরপুর, কার্ল মার্ক্স সরণি, গার্ডেন রিচ,সাউথ ইস্টার্ন রেলওয়েস অফিসারস কলোনি, রহিম অস্তাগার রোড, হিন্দ রোড বাঘযতীন, পাটুলি, আনন্দ পল্লী, রাজডাঙা মেন রোড, আনন্দপুর, উপহার লাক্সারি কমপ্লেক্স, শহীদ স্মৃতি কলোনি, পঞ্চসায়র, নয়াবাদ, নিউ আলিপুর৷ বেহালা এয়ারপোর্ট রোড, পর্ণশ্রী,প্রিন্স দিলওয়ার ঝা লেন, গার্ডেনরিচ, দেওয়ান বাগান, ফতেহপুর (মেটিয়াব্রুজ সংলগ্ন এলাকা), কটন মিল লেন এলাকা। আপাতত এই সব এলাকাতেই বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury