আলু-পেঁয়াজের কালোবাজারির পর্দা ফাঁস, শহরের বাজারে অভিযান চালাল ইবি

  • শহরে আলু-পেঁয়াজের কালোবাজারি কুপোকাত
  • পেঁয়াজ নিয়ে নির্দেশিকা জারি করেছে সরকার  
  • বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের ইবি 
  • বিক্রেতাদের সচেতনও করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ


শহরে আলু-পেঁয়াজের কালোবাজারি কুপোকাত করতে অভিযান চালাল কলকাতা পুলিশের ইবি অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রাজ্য সরকারের নির্দেশিকা জারি করার পরেই  শহরের একাধিক বাজারে অভিযান চালায় ইবি এবং পাশপাশি তাঁদের সচেতনও করেন। 

 

Latest Videos

 

পেঁয়াজ নিয়ে কী নির্দেশিকা জারি করেছে সরকার


বৃহস্পতিবার পেঁয়াজ নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। যে কোনও পাইকারি বিক্রেতা ২৫ মেট্রিক টন ও খুচরো বিক্রেতা দুই মেট্রিক টন ও খুচরো বিক্রেতা ২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত রাখতে পারবেন না। এদিকে শুক্রবারও এই নির্দেশিকার কথা শহর ও শহরতলির বহু ব্যবসায়ীরাই জানতেন না। রাজ্য সরকারের নির্দেশিকা জারি করার পরেই  শহরের একাধিক বাজারে ৪ টিম নিয়ে অভিযান চালায়  ইবি।  যে সকল বিক্রেতারা কিছুই জানতেন না, পাশপাশি তাঁদের সচেতনও করেন। 

 

 

 দাম বেশি কেন জানতে চাওয়ায় অদ্ভুত ব্যাখ্যা বিক্রেতাদের


ডিসি (ইবি) বিশ্বজিত ঘোষ জানিয়েছেন, উত্তর ও দক্ষিণের বাজারগুলিতে কলকাতা পুলিশের আধিকারিকরা পেঁয়াজের খুচরো ও পাইকারি দোকানে যান। তাঁদের কাগজপত্র এবং পেঁয়াজের মজুত পরীক্ষা করেন। তবে অতিরিক্ত মজুত কেউ করে রেখেছেন, এমন প্রমাণ এখনও মেলেনি বলে জানান  ডিসি। তবে দেখা যায়, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় পেঁয়াজের দাম অনেকটাই বেশি। তবে বাজারে ঘোরার পর আলু দাম বেশি কেন জানতে চাওয়ায় বিক্রেতা অদ্ভুত ব্যাখ্যা দেন। বিক্রেতারা বলেন, আলুর বস্তায় কাটা-ফাঁটা বা সামান্য় দাগ পড়া আলু ক্রেতারা নিতে চান না। ফলে সেগুলি বিক্রি করতে না পারায় দামটা বেড়ে যায়।

Share this article
click me!

Latest Videos

দিল্লি বিধানসভায় রেখা গুপ্তার এই মন্তব্যের পরেই 'মোদী-মোদী' স্লোগান! কেন? দেখুন | Rekha Gupta
'৩১ মার্চের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে...' চরম হুঁশিয়ারি শুভেন্দুর | Suvendu Adhikari
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু, হিন্দু ভোটারদের বাংলাদেশী বানানোর চক্রান্ত! দেখুন | Suvendu Adhikari