বেলা গড়ালেই ঠান্ডা পড়ার সম্ভাবনা, নামবে তাপমাত্রার পারদ

  •  এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৫  ডিগ্রি সেলসিয়াস
  • শহরের সর্বনিম্ন তাপমাত্রার  ১৯  ডিগ্রি সেলসিয়াস
  •  তবে হিমেল হাওয়ার সঙ্গেই আজ সূর্যদয় হয়েছে 
  • আজ শহর কলকাতার আকাশ  পরিষ্কার থাকবে 

Ritam Talukder | Published : Nov 28, 2019 5:48 AM IST / Updated: Nov 28 2019, 12:40 PM IST

আজ বৃহস্পতিবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৫  ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা গতকালের থেকেও এক ডিগ্রি বেশী। তবে হিমেল হাওয়ার সঙ্গেই আজ সূর্যদয় হয়েছে।  

 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৫৯ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৫  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। মেঘের দেখা মিলবেনা বললেই চলে। 

আরও পড়ুন, চিতাবাঘ ভেবে আতঙ্ক , বন্যপ্রাণীকে পিটিয়ে মারল শহরবাসী

 বেলা বাড়ার সঙ্গে রোদের তেজ বাড়ছে। অবশ্য় তাতে খুব একটা অসুবিধা হচ্ছেনা শহরবাসীর। কারণ বেলা গড়ালে ক্রমশ  শীতল হাওয়া ক্রমশই সেই গরমকে গায়ে লাগতে দিচ্ছেনা। রাতের দিকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 
 

Share this article
click me!