সংক্ষিপ্ত
- চিতাবাঘ ভেবে মেরে ফেলল স্থানীয়রা
- নিউটাউনের হাতিশাল এলাকায় দেহ উদ্ধার
- আগেও একই ভাবে পিটিয়ে মারা হয়েছে
- রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল
কলকাতা শহর সংলগ্ন এলাকায় উদ্ধার হল বিরল প্রজাতির প্রাণীর দেহ। নিউটাউন থেকে হাতিশাল যাওয়ার পথে মেন রাস্তার পাশে সেকেন্ড লেন থেকে উদ্ধার হয় দেহ। মৃতদেহটি বাঘরোল বা ফিসিং ক্যাটের।
পূর্ণবয়স্ক বাঘরোলের দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দেহটি উদ্ধার করে বনদফতরের কর্মীরা। সূত্রের খবর, কেএলসি থানা এলাকার কুলবেরিয়া অঞ্চলে বাঘরোলটিকে ঘুরে বেড়াতে দেখা গেছিল। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘ ভেবে প্রাণীটিকে মেরে ফেলে। এরপর নিউটাউন থেকে ভাঙর যাওয়ার পথের পাশে ফেলে দেয়।
বনদফতর সূত্রে জানা গেছে, গত দুবছরের মধ্যে মোট ৬টি বাঘরোলের মৃত্যু হয়েছে নিউটাউন, রাজারহাট, ভাঙর এলাকায়। এদের মধ্যে ৪টিকে পিটিয়ে মারা হয়েছে।
পশ্চিমবঙ্গের 'রাজ্য প্রাণী' বাঘরোল বা ফিশিং ক্যাট উচ্চতায় বিড়ালের থেকে বেশি। এদের গায়ে রয়েছে ছোট ছোট দাগ। জাতীচ পশু হিসাবে বাঘের নাম যতটা আলোচিত হয়, রাজ্য প্রাণী হিসাবে বাঘরোল অবশ্য তত চর্চিত নয়। রাজ্য প্রাণী হিসাবে যাকে স্বীকৃতি দেওয়া সেই 'বাঘরোল' এখন বিপন্ন তালিকাভুক্ত। প্রাণীটিকে বাঁচাতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বাঘরোল সুরক্ষা কমিটি গড়েছে রাজ্য বন দফতর ও হাওড়া জেলা পরিষদ।