তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে, শীতের জন্য় আরও কিছুটা অপেক্ষা

  • রাতের দিকে হালকা ঠান্ডার জন্য় পাখা চালাতে হচ্ছে
  • শহরের তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে উপরে  
  • আজ আর্দ্রতার পাশাপাশি রোদের তেজও বাড়বে 
  • শহরের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে
     

Ritam Talukder | Published : Dec 2, 2019 5:25 AM IST / Updated: Dec 02 2019, 01:34 PM IST


আজ সোমবার, শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে উপরে। রাতের দিকের যে ঠান্ডাটা পড়লেও পাখা চালাতে হচ্ছে।  ভোরের দিকে ঠান্ডা প্রায় থাকছেনা।  আর এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের সেই ঠান্ডা উধাউ। 

আরও পড়ুন, সপ্তাহের শুরুতেই শীতের শুরু, কলকাতার তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি

 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫০ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৫  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ  আংশিক মেঘলা থাকবে। 

আরও পড়ুন, রোগীর পাতে পড়ছে কম,মেডিকেলে পেসেন্টের খাবার বিক্রি হচ্ছে বাইরে

সকাল থেকে তাই আর্দ্রতার পাশাপাশি রোদের তেজও বাড়বে। সাত বছর আগে, ডিসেম্বরের প্রথম দিনেই কাঁপুনি দিয়ে শীত পড়েছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল সেবার  ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। সোমবার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে বেশি। 
 

Share this article
click me!