দেবী আসতে সব মিলিয়ে ২২ দিন। তার আগেই শুরু হয়ে গেল সেরা দুর্গার দৌড়। ঢাকে কাঠি পড়ল 'কলকাতাশ্রী'র।
তিলোত্তমার সেরা দুর্গা পুজো মানেই কলকাতাশ্রী সম্মান। কলকাতা পুরসভার পক্ষ থেকে দেওয়া শুরু হয়েছে এই সম্মান। বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সেরা দুর্গা হওয়ার দৌড়। এই উপলক্ষে কলকাতা পুরসভা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ফ্ল্য়াগ অফ করে কলকাতাশ্রী'র উদ্বোধন করেন সৌরভ। পরে তিনি বলেন, 'কলকাতার বাইরে বসে আমার অনেক পরিচিত দুর্গাপুজো দেখেন। তাদেরকে বারবারই বলি, টিভিতে দেখে দুর্গাপুজোর মজা পাবে না। কলকাতায় দুর্গাপুজো কি তা শহরে এলেই বুঝতে পারবে। ' টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের মতে,শহরে বহু জায়গায় দুর্গাপুজো হয়। অনেকে টাকার অভাবে ছোট করে পুজোর আয়োজন করেন। এই ধরনের পুরস্কার তাদের মধ্য়ে একটা প্রতিযোগিতা তৈরি করে। যা খুব ভালো বিষয়। মঞ্চে উপস্থিত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ভূয়সী প্রশংসা করেন 'মহারাজ'।