হাঁসখালি মামলা চলাকালীন হাইকোর্ট চত্বরে আইনজীবীদের হাতাহাতি, একে অপরের হাতে বসান কামড়ও

হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে বার অ্যাসোসিয়েশনের শাসক ও বিরোধী গোষ্ঠীর আইনজীবীরা হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন। এক আইনজীবী অন্য একজনের হাতে কামড়ও বসান বলে অভিযোগ।

আদালতের মধ্যে তখন হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মামলা চলছে। আর ঠিক সেই সময় বাইরে বেঁধে গেল একেবারে হুলস্থুল কাণ্ড। হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী গোষ্ঠীর আইনজীবীরা। এমনকী, উত্তেজনার পারদ এতটাই চড়ে গিয়েছিল যে একজন আরেকজনকে কামড়ে দিতেও পিছপা হননি বলে অভিযোগ। আর এই পরিস্থিতি দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনেকেই।  

ঠিক কী হয়েছিল?
হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব আনা নিয়ে বার অ্যাসোসিয়েশনের শাসক ও বিরোধী গোষ্ঠীর আইনজীবীরা হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন। এক আইনজীবী অন্য একজনের হাতে কামড়ও বসান বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে ছুটতে হয় আইনজীবী কল্লোল বসুকে।

Latest Videos

আরও পড়ুন- 'পুলিশ খুব ভাল কাজ করেছে', হাঁসখালিতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য শিশু সুরক্ষা কমিশন

মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ করাতে চাইলে তাতে অমত প্রকাশ করেন সংগঠনের বিরোধী সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ। তা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু, বিষয়টি সেখানে থেমে যায়নি। ক্রমেই সেখান থেকে উত্তেজনা বাড়তে শুরু করে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা। প্রবল হট্টগোলের মধ্যে আইনজীবী কল্লোল বসু ছোটেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে। তাঁকে গিয়ে আবেদন করে জানান, আদালত প্রাঙ্গণে নজিরবিহীন পরিস্থিতির তৈরি হয়েছে। আরও পুলিশ মোতায়েন করার জন্য প্রধান বিচারপতিকে আবেদন করেন তিনি। 

আরও পড়ুন, 'ভালোবাসার পর তাঁকে পুড়িয়ে ফেলার অধিকার আছে কি', ধর্ষণকাণ্ডে মমতাকে প্রশ্ন তনুজার

আদালত চত্বরের মধ্যে এই ধরনের ঘটনা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের থামতে বলেন প্রধান বিচারপতি। তিনি জানান একটি গুরুত্ব মামলার শুনানি চলছে। যদিও বাইরে তখন আইনজীবীদের মধ্যে বচসা চলছে। প্রধান বিচারপতি শান্ত হওয়ার কথা বলেন। কিন্তু, কোনও দিকে গুরুত্ব না দিয়ে হাতাহাতি শুরু করে দেন আইনজীবীরা। 

উল্লেখ্য, ওই বিচারপতির বিরুদ্ধে সম্প্রতি প্রধান বিচারপতিকে চিঠি লিখে অভিযোগ করেছেন বার কাউন্সিলের সভাপতি তথা বিধায়ক অশোককুমার দে। একাধিক মামলায় বিচারপতির বেশ কিছু মন্তব্যের সমালোচনা করতে শোনা গিয়েছে আইনজীবীদের একাংশকে। মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ বলেন, "নির্দিষ্ট এক জন বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ করার চেষ্টা চলছে।" তিনি নিজেও আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেন, "আগামিদিনে হয়তো হাইকোর্টের বিচারপতিদের উপরও হামলা হবে। নৈরাজ্যের রাজ্য বাংলার এ এক নতুন অবদান।"

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari