২৪ ঘন্টা পার, পরেশের খোঁজে টর্চ নিয়ে রাস্তায় এসএফআই, আজ 'মিসিং' ডাইরি করবে বামেরা

Published : May 19, 2022, 11:23 AM ISTUpdated : May 19, 2022, 11:40 AM IST
২৪ ঘন্টা পার, পরেশের খোঁজে টর্চ নিয়ে রাস্তায় এসএফআই, আজ 'মিসিং' ডাইরি করবে বামেরা

সংক্ষিপ্ত

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ফের 'উধাও' ? কোথায় গেলেন মেয়ে অঙ্কিতাকে নিয়ে পরেশ অধিকারী, এই প্রশ্নে তোলপাড় রাজ্য। এমনই সময় এসএসসিকাণ্ডে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বার করার দায়িত্ব নিল বাম ছাত্র ও যুব সংগঠন। বৃহস্পতিবার রাজ্যের সব থানা ঘেরা করে মিসিং ডাইরি করার ডাক দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই।

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ফের 'উধাও' ? কোথায় গেলেন মেয়ে অঙ্কিতাকে নিয়ে পরেশ অধিকারী, এই প্রশ্নে তোলপাড় রাজ্য। এমনই সময় এসএসসিকাণ্ডে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বার করার দায়িত্ব নিল বাম ছাত্র ও যুব সংগঠন। মূলত, উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মন্ত্রী পরেশ অধিকারীকে ইমেল পাঠিয়ে মঙ্গলবার রাত আটটার মধ্যে হাজির হতে বলেছিল সিবিআই। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী শেষ অবধি এলেন না। জানা গিয়েছে, মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথ থেকে উধাও হন তিনি। তারপর পরে বর্ধমান সার্কিট হাউজে পরেশ অধিকারীকে দেখা গেলেও ফের 'নিখোঁজ' হয়ে পড়েন তিনি।

 কেমন করে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বার করবে বামেরা ?

বর্তমানে শাসকদলে থাকা পরেশ অধিকারী একটা সময় ফরোয়ার্ড ব্লকে ছিলেন।তাই তার প্রতি একটা থেকে যায় কিনা, এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের সব থানা ঘেরা করে মিসিং ডাইরি করার ডাক দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই। বুধবার সন্ধ্যাবেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিখোঁজ পরেশ অধিকারীকে খুঁজে বার করতে টর্চ হাতে মিছিল করে সিপিআইএএম-র ছাত্র সংগঠন এসএফআই।

আরও পড়ুন, এসএসসিকাণ্ডে আজ ফের হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়, বয়ান না মিললে আবার জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই

বর্ধমান সার্কিট হাউজে পরেশ অধিকারী

মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ পাঠিয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফোন করেন সিবিআই আধিকারিকরা। তিনবার ফোন করে সুইচ অফ পাওয়ার পর মন্ত্রীর সঙ্গে তাঁরা আর যোগাযোগ করতে পারেননি। যার দরুণ রাত পৌনে আটটা নাগাদ মন্ত্রীকে ইমেল মারফৎ নির্দেশ দেওয়া হয়, রাত আটটার মধ্যেই হাজির হতে হবে তাঁকে। যদিও মন্ত্রীর তরফে কোনওরকম উত্তর বা অসুবিধার কথা ইমেলে জানানো হয়নি।  রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জন্য রাতেও নিজাম প্যালেসে ছিলেন অপেক্ষায় ছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু শেষ অবধি তিনি আসেননি। এদিকে এসএসসি মামলায় এই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই মতোই তাঁর কলকাতায় আসার কথা ছিল। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ এসে পৌঁছয়। কিন্তু শিয়ালদহে নামতে দেখা যায় না  পরেশ অধিকারীকে। পরে বর্ধমান সার্কিট হাউজে পরেশ অধিকারীকে দেখা গেলেও ফের 'নিখোঁজ' হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন, এসএসসিকাণ্ডে মধ্যরাতে শুনানি হাইকোর্টে, দফতরে সিআরপিএফ, আজই সচিবকে সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ

  বর্ধমানের পর কোথায় ভ্যানিশ হলেন পরেশ অধিকারী ?

জানা গিয়েছে, তাঁড়াহুড়ো থাকায় ট্রেনের টিকিট কাটতে ভূলে যান পরেশ অধিকারী।তাই বর্ধমানে নেমে যান। সেখানের একটি ধাবায় নৈশভোজ সেরে বেরিয়ে পড়েন। এই নিখোঁজ হওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে থেকে ঢিল ছোড়া দূরত্বে মিন্টো পার্ক পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখায়ে এসএফআই। এখানেই শেষ নয়, এমনকি বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের থেকে সরকারিভাবে জানতে চান মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পরেশ অধিকারী সিবিআই-র সঙ্গে যোগাযোগ করেননি বলেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন, 'গ্যাস সমুদ্র-যেনও দামের ঢেউ, মানুষের পকেট লুট করছে কেন্দ্রীয় সরকার', বিস্ফোরক মমতা

শিক্ষক দুর্নীতি মামলায় কী করে তার নাম জড়াল ?

উল্লেখ্য উচ্চ মাধ্যমিক শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। অভিযোগ মেধা তালিকায় না থেকেও মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গিয়েছেন। এনিয়ে ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন। ববিতার দাবি, তাঁর থেকে কম নাম্বার ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তারপরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা। অথচ ২০১৮ সালে মেখলিগঞ্জের একটি স্কুলে চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারী।

PREV
click me!

Recommended Stories

News Round Up: এসআইআর নিয়ে মমতার প্রতিশ্রুতি থেকে অশান্ত বাংলাদেশ, সারাদিনের খবর এক ক্লিকে
দীপু দাসের হত্যা, প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও শুভেন্দুর, দিলেন চরম হুঁশিয়ারি