তৈরি থাকুন সুরা-প্রেমীরা, নভেম্বর থেকে আরও বাড়তে পারে মদের দাম

Published : Oct 20, 2020, 05:51 AM ISTUpdated : Oct 20, 2020, 08:03 AM IST
তৈরি থাকুন সুরা-প্রেমীরা, নভেম্বর থেকে আরও বাড়তে পারে মদের দাম

সংক্ষিপ্ত

সুরা-প্রেমীদের জন্য খারাপ খবর নভেম্বর থেকে বাড়তে মদের দাম ১০-২০ শতাংশ মদের দাম বৃদ্ধির সম্ভবনা এমনাটি আভাস দিল আইএমএফএল  

তৈরি থাকুন সুরা-প্রেমীরা। পুজোর পরই বাড়তে চলেছে মদের দাম। আইএমএফএল-র দেওয়া প্রস্তাবে এমনটাই ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফে। বর্তমানের দামের থেকে ১০-২০ শতাংশ বাড়তে পারে মদের দাম। তবে তা মদের ব্র্য়ান্ড অনুযায়ী দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-৬ মাসের মধ্যে বাংলায় সরকার গঠন বিজেপির, শিলিগুড়িতে দাবি সায়ন্তন বসুর

করোনা আবহে লকডাউনের পর থেকে মদের উপর ৩০ শতাংশ কোভিড কর চাপিয়েছিল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য। দুর্গা পুজোর পর পয়লা নভেম্বর থেকে দেশি ও বিদেশি মদের ক্ষেত্রে ১০-২০ শতাংশ দাম বৃদ্ধি করার জন্য রাজ্য আবগারি দফতরকে প্রস্তাব দিয়েছে আইএমএফএল। সেক্ষেত্রে, করোনা আবহের পূর্বতন দামের থেকে ৪০-৫০ শতাংশ বাড়চতে পারে মদের দাম। 

আরও পড়ুন-বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন, শিলিগুড়িতে শাসক দলকে কড়া হুঁশিয়ারি জেপি নাড্ডার

অতিরিক্ত দামের জন্য অগাস্ট মাসে তলানিতে ঠেকে গিয়েছিল বিয়ার বিক্রি। বিয়ারের বিক্রি কমপক্ষে ৮৫ শতাংশ পড়ে গিয়েছিল বলে দাবি আইএমএফএল-এর। অগাস্টের মাঝামাঝি সময় থেকে মদের উপর কোভিড কর সরানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য আবগারি দফতর। এবারের প্রস্তাব অনুযায়ী মদের ব্র্যান্ড অনুযায়ী দাম বৃদ্ধি করা হতে পারে। 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ