দ্রুত খাতা জমার নির্দেশ, জুনেই মাধ্যমিকের ফল রাজ্য়ে

  • জুনেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় রাজ্য
  • দ্রুত এর বাস্তবায়ন করতে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদে
  • ৪৮ ঘণ্টার মধ্য়ে সব খাতা দেখে রিপোর্ট  করতে হবে
  •  রবিবারই এমন নির্দেশিকা জারি করেছে মধ্য়শিক্ষা পর্ষদ

জুনেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় রাজ্য সরকার। দ্রুত এর বাস্তবায়ন করতে ইতিমধ্য়েই  নির্দেশ পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। সেই অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্য়ে সব খাতা দেখে রিপোর্ট  করতে হবে শিক্ষকদের। রবিবারই এমন নির্দেশিকা জারি করেছে মধ্য়শিক্ষা পর্ষদ।

পরিসংখ্য়ান  বলছে, চলতি বছরে ১০ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী বসেছে পরীক্ষায়। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। তার ১৫ দিন আগে মাধ্যমিকের ফলপ্রকাশের উদ্য়োগ নিয়েছে রাজ্য় সরকার। হবে। প্রধান পরীক্ষকদের বলা হয়েছে তাঁরাও যেন খাতা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস অথবা কলকাতার সদর দফতরে এসে নম্বর জানিয়ে দেন। 

Latest Videos

যদিও এই নির্দেশিকায় সমস্যার মুখে পড়তে পারেন শিক্ষকরা। পরিস্থিতি বলছে, রাজ্য়ে এখনও পরিবহণ স্বাভাবিক হয়নি বহু জায়গায়। সেখানে এরকম হঠাৎ নির্দেশিকায় সমস্যা বাড়তে পারে শিক্ষকদের। যদিও পরীক্ষার খাতা দেখার বিষয়টি বেশিরভাগ শিক্ষকেরই হয়ে গিয়েছে বলে শিক্ষক মহল সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্য়েই নির্দিষ্ট জায়গায়  বহু শিক্ষকই খাতা জমা দিয়েছেন বলে খবর। 

এদিকে অন্য়ান্য বিষয়ে ছাড়পত্র পাওয়া গেলেও রাজ্য়ে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিচ্ছে না রাজ্য় সরকার। আপাতত গোটা জুন মাস বন্ধ থাকবে রাজ্য়ের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান । এমনই জানিয়েছেন রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

শনিবারই আন-লকডাউন প্রক্রিয়ার কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লেখ ছিল, জুলাই মাসে পরিস্থিতি পর্যালোচনা করে স্কুল কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীকালে রাজ্য়ে কেন্দ্রের সিদ্ধান্তের কী প্রভাব পড়বে তা নিয়ে বিস্তর চিন্তা শুরু হয়। রবিবার জানা যায়, এখনই রাজ্য়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রাস্তায় হাঁটবে না  রাজ্য় সরকার। পরিবেশ পরিস্থিতি বুঝে এই বিষয়ে ৩০ জুনের শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury