করোনা রুখতে নিমপাতা খান, দিলীপের পর এবার মমতা

  • দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্য়োপাধ্যায়
  • করোনা রুখতে গোমূত্র পান সমর্থন করেছিলেন দিলীপ
  •  মাস্ক না থাকলে মুখে কাপড় সুতো বাধতে বলেন তিনি
  • করোনা মোকাবিলায় এবার নিমাপাতার নিদান দিলেন মুখ্য়মন্ত্রী।

দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা রুখতে গোমূত্র পান সমর্থন করেছিলেন বিজেপির রাজ্য় সভাপতি। এবার সেই পথে না হাঁটলেও করোনা মোকাবিলায় নিমাপাতার নিদান দিলেন মুখ্য়মন্ত্রী।

আরও এক করোনা আক্রান্ত রাজ্য়ে, সংখ্যা বেড়ে দাঁড়ালো চার

Latest Videos

এদিন  মুখ্য়মমন্ত্রী বলেন, করোনা ভাইরাস কাল থেকে স্টেজ ২-তে যাচ্ছে। তাই  নিমপাতা চিবোন।  এই সময়টা আমরা নিমপাতা চিবোই, কারণ তাতে বহু রোগ দূরে সরে যায়। মোদ্দা কথা, নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। বাইরের খাবার খাবেন না। ঘরের খাবারেই মনোনিবেশ করুন। যারা না খেয়ে-দেয়ে ডায়েট করেন, তারা বুঝুন- যে না খেলে পেট খালি থাকে, আর তাতে নানা রোগ আক্রমণ করতে পারে। তাই, ডায়েট না করে পর্যাপ্ত পরিমাণে খাবার খান।

রেল পরিষেবা বন্ধ, জনতা কারফিউতে চালু থাকবে মেট্রো.

প্রোটিন এবং কার্বোহাইড্রেড জাতীয় খাবার প্রচুর পরিমাণে খান। শুধু প্রোটিন খেলে হবে না, কার্বোহাইড্রেড-ও খেতে হবে, বেশি জমায়েতের মধ্যে যাবেন না। কেউ বেশি জমায়েত করবেন না।  এই বলেই অবশ্য় থেমে থাকেননি  মুখ্য়মন্ত্রী। তাঁর সংযোজন,করোনা মোকাবিলায় রেলের গাফিলতি রয়েছে। ট্রেনগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে, রেলের এই গাফিলতির বিষয়ে কেন্দ্রকে জানানো হয়েছে। 

১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চ মাধ্যমিক , করোনার ভয়ে বাতিল ২৩-২৫ মার্চের পরীক্ষা..

সম্প্রতি বিভিন্ন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও বেসরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। সেখানে তিনি বলেন, এসি-বন্ধ রেখে এখন  জানলা ,দরজা খুলে দিতে হবে। তাতে ভাইরাসগুলো বেড়িয়ে যাবে। করোনা ভাইরাস গরম এবং হাওয়া চলাচল করে এমন স্থানে বেঁচে থাকে না। বরং ঠান্ডা জায়গায় বিশেষ করে এসি-তে খুব দ্রুত ছড়়ায়। জানলা খুলে রাখলে হাওয়া চলাচল করবে এবং ভাইরাস টিকবে না। আপনারা যে যেখানে যখন থাকবেন চেষ্টা করবেন প্রকৃতির স্বাভাবিক হাওয়ায় থাকতে। এতে করোনা ভাইরাস ছড়ানোর কম সম্ভাবনা থাকে।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!