'অনেকে আমার মৃত্যু চায়', মমতার কথা শুনে বৈঠকেই কেঁদে ফেললেন বক্সি


 

  •   মমতার কথা শুনেই কেঁদে ফেললেন সুব্রত বক্সি  
  •  বক্সির কান্না থামাতে এগিয়ে এলেন সেই মমতাই 
  •  অনেকেই প্রথমে ভয় পেতেন সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে 
  • কিন্তু দিনের শেষে সবাই জানত, বক্সি  মনের ভাল মানুষ

'অনেকে আমার মৃত্যু চায়'  মমতার কথা শুনেই কেঁদে ফেললেন সুব্রত বক্সি। তৃণমূল দলীয় বৈঠকে আবেগঘন পরিস্থিতি হল একুশের মুখে। এরপর রাজ্য সভাপতি সুব্রত বক্সির কান্না থামাতে এগিয়ে এলেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

আরও পড়ুন, সারা দেশের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, 'স্বাস্থ্য সাথী' প্রকল্প প্রচারে মিমি-রাজ

Latest Videos

 

   দিনের শেষে সবাই জানত, বক্সি মনের ভাল মানুষ 

মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুব্রত বক্সি বরাবরাই আবেগপ্রবণ। আবেগটা যে দলের ভিতরেও আছে, তা ভালই টের পাওয়া যায়। জেলা থেকে আগত অর্থি পার্থিরা এলেই অনেকেই প্রথমে ভয় পেতেন সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে। বুক কাঁপত অনেকেরই। বক্সির ব্যবহারে অনেকেই কমবেশি চটেওছেন। কিন্তু দিনের শেষে সবাই জানত, বক্সি আসলে ভাল মনের মানুষ। উপরটা তাই কঠিন হলেও ভিতরটা এখনও জলপ্রপাতের মতোই উচ্ছাসে ভরা। একুশের নির্বাচনের দোরগড়ায় দাড়িয়ে দলের ভিতরে গোষ্ঠী কোন্দল-কাঁদা ছেটাছিটির পাশাপাশি সুব্রত বক্সির চোখের জল সব কিছুই বোধয় ক্ষণিকের জন্য ম্লান করে দিল। তাই বৈঠক শেষেও যবনিকা পড়নি, আলোচনা জারি আছে 'বক্সিদার কান্না' নিয়েই।

আরও পড়ুন, ডেরেকের ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার 

'আপনি আমাদের নেত্রী থাকবেন',কাঁদতে কাঁদতে বলেন বক্সি


সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা আচমকাই বলেন, অনেকেই আমার মৃত্যু চায়। কারণ তিনি মারা গেলে তাঁর চেয়ার অর্থাৎ মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে। মমতা নিজেও অনেকটাই আবেগতাড়িত হয়ে বলে ফেলেন কথাটা, জানিয়েছেন একাধিক নেতা। সেই সময় হঠাৎ চোখের জল ধরে রাখতে পারেননি মমতার এই কথা শুনে বক্সিদা। সুব্রত বক্সি কেঁদে ফেলেন তখনই, আর মুখ্যমন্ত্রীকে বলেন 'আপনি থাকবেন। আপনি আমাদের নেত্রী থাকবেন। আমাদের রাস্তা দেখাবেন।'

 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News