- রাজ্যবাসীকে 'স্বাস্থ্য সাথী' প্রকল্প উপহার দিল সরকার
- সারা দেশের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
- ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচি
- সরকারি ক্যাম্পে পরিবারের 'স্বাস্থ্য সাথী' কার্ড মিলছে
একুশের আগেই দুয়ারে দুয়ারে 'স্বাস্থ্য সাথী' প্রকল্প উপহার দিল রাজ্য সরকার। সরকারি এই স্বাস্থ্য বিমার আওতায় থাকলে রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। টুইটে শেয়ার করলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
আরও পড়ুন, বড়সড় সুখবর, কো-ভ্যাক্সিন দিতে প্রস্তুত কলকাতা, জানালেন ফিরহাদ
সারা দেশের ১৫০০ এর বেশি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকার আনল 'স্বাস্থ্য সাথী' প্রকল্প। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সারা দেশের যে কোনও সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলবে পরিষেবা। ১৫০০ এর বেশি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। আগে স্বাস্থ্য সাথীর সুবিধা সবাই পেতেন না। এই স্বাস্থ্য বিমায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। কিন্তু সম্প্রতি রাজ্যের প্রতিটি নাগরিককে এই বিমার আওতায় আনার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। তাই এবার 'স্বাস্থ্য সাথী' পরিষেবা সর্ব সাধারণের জন্য।
আরও পড়ুন, ডেরেকের ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
সরকারি ক্যাম্পে মিলছে 'স্বাস্থ্য সাথী' কার্ড
অপরদিকে সেই বার্তাই টুইটে শেয়ার করলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সেই প্রচার বার্তাতে শুধু মিমিই নয়, দেখা মিলেছে নুসরত, দেব, ইন্দ্রানী হালদার, রাজ চক্রবর্তীকেও। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। সরকারি ক্যাম্পে পরিবারের 'স্বাস্থ্য সাথী' কার্ড মিলছে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার থেকে রাজ্যের সকল মানুষ পাবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা। ১লা ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে 'দুয়ারে সরকার'এর ক্যাম্পে ক্যাম্পে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। @MamataOfficial @mimichakraborty pic.twitter.com/soeYWJvlm6
— Team Mimi (@mimi_cfanclub) December 4, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 5, 2020, 1:52 PM IST