ইচ্ছে করে হিন্দুদের মনে আঘাত দিচ্ছেন মমতা,রাম মন্দিরের ভূমিপুজোর প্রসঙ্গে মন্তব্য দিলীপের

  • আজকের মধ্য়েই পূর্ণ লকডাউনের তারিখ বদলাক মুখ্যমন্ত্রী
  •  উনি ইচ্ছে করে হিন্দুদের মনে আঘাত দিচ্ছেন
  • রাম মন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন ডাকা নিয়ে মন্তব্য়
  • মন্তব্য় করলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ 

আজকের মধ্য়েই পূর্ণ লকডাউনের তারিখ বদলাক মুখ্যমন্ত্রী।  নয়তো বাংলার মানুষ বুঝে যাবে, উনি ইচ্ছে করে হিন্দুদের মনে আঘাত দিচ্ছেন। রাম মন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন ডাকা নিয়ে এমনই মন্তব্য় করলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ।  

তবে দিলীপবাবু জানিয়ে দেন, এটা কোনও বিজেপির বিষয়  নয়। এটা দেশজুড়ে হিন্দু অস্মিতার জাগরণ। সারা বাংলাও তাতে সামিল হবে। কিন্তু সেই দিনে লকডাউন করে আসলে রাজ্য়ের হিন্দুদের সেই পবিত্র ভাবাবেগে আঘাত করছেন মুখ্যমন্ত্রী। এটা অমানবিক। মানবতার বিরুদ্ধে লড়াই। 

Latest Videos

কদিন আগেই অগস্টে সপ্তাহে দুদিন করে পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার। এই লকডাউন ঘোষণা করতে গিয়ে তিন বার হোঁচট খান মমতা। প্রথেম ঘোষণার পর নিজেই আবার দিন পরিবর্তন করেন। নবান্নে মমতা বলেন, ক্যালেন্ডারের সব উৎসবের ছুটির দিন দেওয়া ছিল না। তাই তিন লকডাউনের নতুন দিন  ঘোষণা করছেন। কিন্তু দেখা যায়, ইদের দিন ও তার পরের দিন পূর্ণ লকডাউন  থেকে বাদ পরলেও রাম মন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন রয়েছে। অর্থাৎ ৫ অগস্ট লকডাউন রয়েছে রাজ্য়ে।

এ প্রসঙ্গে রাজ্য় বিজেপির কান্ডারি বলেন, ৪ বার দিন পরিবর্তন করেছেন, ৫ বার করতে আপত্তি কোথায়? ৫ই অগস্ট সকাল ১১টা থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হবে। সেকারণে ওইদিন লকডাউন করা যাবে না। ওইদিন লকডাউন করলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে। কারণ সন্ধ্যেবেলাও ভূমি পুজোর উৎযাপন। যেখানে প্রদীপ জ্বালিয়ে এই ভারতীয় অস্মিতা প্রতিষ্ঠায় সামিল হবে রাজ্যবাসী। ইতিমধ্য়েই অয়োধ্য়ায় এই ভূমি পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। সারা দেশে যোগী সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh