গান্ধী জয়ন্তী উপলক্ষ্য়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন বাংলার সরকার যথাযথ ভাবে গান্ধীজয়ন্তী উদ্যাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে, যা গান্ধীজিকে উৎসর্গ করা হয়েছে। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে প্রণাম জানাই। আজ আমরা মেয়ো রোডে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপন করব। বেলেঘাটায় গান্ধী ভবনের সংস্কার করেছে বাংলার সরকার। সেই ভবনেরও আজ উদ্বোধন হবে।
এই ২ অক্টোবরই জন্মগ্রহণ করেছিলেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। এদিন তাঁকে নিয়েও টুইট করেন মুখ্য়মন্ত্রী । তিনি বলেন,লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিবসে তাঁকে প্রণাম। কৃষকদের উন্নতিসাধনের প্রতিশ্রুতি আমরা যেন কোনোদিন ভুলে না যাই। এদিন রাজ্যের সঙ্গে দেশ জুড়ে পালিত হচ্ছে গান্ধিজয়ন্তী। কংগ্রেস-বিজেপি সকলেই জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন।