বিজেরপির আগেই মামলা দায়ের হাইকোর্টে। মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভায় প্রশাসক পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। মামলা করেছেন উত্তর কলকাতার বাসিন্দা শরদকুমার সিং। মামলাকারীর অভিযোগ, নিজে পুরসভার মেয়র হয়ে কীভাবে নিজেকেই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করলেন ফিরহাদ ,তা জানতে চেযেছেন মামলাকারী। অবিলম্বে সরকারের ওই বিজ্ঞপ্তিকে বাতিল করার জন্য় হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি।
কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি কোথায়, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের..
মামলাকারী বলেন, কলকাতা পুরসভায় পুর কমিশনার রয়েছেন। তিনি এক জন শীর্ষ আমলা। তাঁকে প্রশাসক রেখেই পুরসভার কাজ চলতে পারে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। তবে এই খবর প্রকাশ হতেই রাজ্য় সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, ফিরহাদকে প্রশাসক করা খুবই অন্য়ায় কাজ হল। এ বিষয়ে আমরা আইনের সাহায্য় নিতে পারি।
কলকাতার কোথায় হচ্ছে করোনা চিকিৎসা, দেখে নিন মহানগরের বেসরকারি কোভিড হাসপাতাল.
এই বলেই অবশ্য থেমে থাকেননি বিজেপির রাজ্য় সভাপতি। দিলীপবাবু বলেছেন, এটা ওদের আগে থেকেই ভাবনা ছিল। এর আগেও অনেক পুরসভা নির্বাচন করায়নি। এখন করোনার অজুহাতে এইসব করছে। ফিরহাদকে প্রশাসক করা খুব অন্যায় হল। আসলে নিজেদের দলের শাসন কায়েম রাখতে চায়। তাই ভোট করতে ওদের এত ভয়। আমরা আইনের সাহায্য নিতে পারি।