এসএসসি দুর্নীতিতে নাম জড়াতেই 'উধাও' পরেশ অধিকারী, মেয়েকে নিয়ে শিয়ালদহে নামলেন না মন্ত্রী

Published : May 18, 2022, 09:50 AM ISTUpdated : May 18, 2022, 07:28 PM IST
এসএসসি দুর্নীতিতে নাম জড়াতেই 'উধাও' পরেশ অধিকারী, মেয়েকে নিয়ে শিয়ালদহে নামলেন না মন্ত্রী

সংক্ষিপ্ত

এসএসসি দুর্নীতিকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর কলকাতায় আসার পথে উধাও রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী।  জানা গিয়েছে, মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথ থেকে উধাও হলেন তিনি।

এসএসসি দুর্নীতিকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর কলকাতায় আসার পথে উধাও রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মন্ত্রী পরেশ অধিকারীকে ইমেল পাঠিয়ে মঙ্গলবার রাত আটটার মধ্যে হাজির হতে বলেছিল সিবিআই। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী শেষ অবধি এলেন না। জানা গিয়েছে, মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথ থেকে উধাও হলেন তিনি।এসএসসি মামলায় এই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই মতোই তাঁর কলকাতায় আসার কথা ছিল। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ এসে পৌঁছয়। কিন্তু শিয়ালদহে নামতে দেখা যায়নি  পরেশ অধিকারীকে। তাহলে কি তিনি মাঝপথেই কোনও স্টেশনে নেমে গিয়েছেন, প্রশ্ন উঠেছে। 

মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ পাঠিয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফোন করেন সিবিআই আধিকারিকরা। তিনবার ফোন করে সুইচ অফ পাওয়ার পর মন্ত্রীর সঙ্গে তাঁরা আর যোগাযোগ করতে পারেননি। যার দরুণ রাত পৌনে আটটা নাগাদ মন্ত্রীকে ইমেল মারফৎ নির্দেশ দেওয়া হয়, রাত আটটার মধ্যেই হাজির হতে হবে তাঁকে। যদিও মন্ত্রীর তরফে কোনওরকম উত্তর বা অসুবিধার কথা ইমেলে জানানো হয়নি।  রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জন্য রাতেও নিজাম প্যালেসে ছিলেন অপেক্ষায় ছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু শেষ অবধি তিনি আসেননি।এসএসসি মামলায় এই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই মতোই তাঁর কলকাতায় আসার কথা ছিল। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ এসে পৌঁছয়। কিন্তু শিয়ালদহে নামতে দেখা যায়নি  পরেশ অধিকারীকে। তাহলে কি তিনি মাঝপথেই কোনও স্টেশনে নেমে গিয়েছেন, প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন, বাংলার বুকে ২০০ কোটির সাইকেল হাব, কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন, 'বিহারে বন্দুক তৈরি, ঝাড়খন্ডে বর্ডার', প্রশাসনিক বৈঠকে নাকা চেকিংয়ের কড়া নির্দেশ মমতার

প্রাথমিকভাবে জানা গিয়েছে,  রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বর্ধমানে নেমে গিয়েছেন। সড়কপথে কলকাতা আসতে পারেন তিনি। কিন্তু বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য উচ্চ মাধ্যমিক শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। অভিযোগ মেধা তালিকায় না থেকেও মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গিয়েছেন। এনিয়ে ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন। ববিতার দাবি, তাঁর থেকে কম নাম্বার ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তারপরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা। অথচ ২০১৮ সালে মেখলিগঞ্জের একটি স্কুলে চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারী।

আরও পড়ুন, অপরিশোধিত তেলের দাম আরও কমল, আজ পেট্রোল-ডিজেল সস্তা হল কি কলকাতায়

PREV
click me!

Recommended Stories

'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের
Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন