ভাইজিকে লাগাতার ধর্ষণ কাকুর, তদন্তে হরিদেবপুর থানার পুলিশ

  •  কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তাঁর কাকু  
  • আচমকাই অসুস্থ হয়ে পড়লে ঘটনা প্রকাশ আসে  
  •  ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায় 
  •  অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তে নেমেছে পুলিশ 

আবারও কিশোরী ধর্ষণের নারকীয় ঘটনা ঘটল শহরের বুকে। বছর তেরোর কিশোরীকে লাগাতার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তাঁর পাড়ার কাকু। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায়।  অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ।

আরও পড়ুন, ২ স্ত্রীর সঙ্গে লাইভ স্ট্রীমিং চলাকালীন সঙ্গম, পুলিশের জালে গুণধর যুবক

Latest Videos

 

কিশোরী আচমকা অসুস্থ হয়ে পড়লে ঘটনা প্রকাশ্য়ে আসে

সূত্রের খবর, হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডে  ওই কিশোরীকে লাগাতার ধর্ষন করছিল পাড়ার এক কাকু বলে অভিযোগ। অভিযুক্তের নাম মুকেশ, পেশায় সে এই শহরেরই এক ট্য়াক্সি ড্রাইভার। অভিযোগ, দিনের পর দিন সে ধর্ষণ করত ওই কিশোরীকে। এমনকি কিশোরীকে হুমকি দিতো কাউকে বলে জানে মেরে দেবে। সেই ভয়তে কাউকে কিছু বলতো না কিশোরী। মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোক জনকে সে সব কথা বলে। এরপরেই হরিদেবপুর থানায় পরিবারের লোক অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন, বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলার মেয়ে পাচার, গুজরাট থেকে নির্যাতিতাকে উদ্বার করল CID-AHTU-IJM

 

 কী করে এমন ঘটনা ঘটল 

এই নারকীয় ঘটনার পর ইতিমধ্য়েই তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তকে ঘিরে।  কী কারণে এমন ঘটনা ঘটাল এবং  পেশায় ট্য়াক্সি ড্রাইভারের মানসিকভাবে স্বাভাবিক কিনা সেটার জানার চেষ্টা চলবে। কারণ এতদিন ধরে ঘটনা প্রকাশ্য়ে আসেনি, আর তারই মাঝে না জানি ওই ড্রাইভার কত মহিলা যাত্রীকেই হয়তো সওয়ারি করেছে। সেদিক থেকেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু