ঘূর্ণীঝড় আমফানে বিপর্যস্ত বাংলা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনার সাহায্য চাইল নবান্ন

  • ঘূর্ণীঝড় আমফানের তাণ্ডবে ব্য়পক ক্ষতিগ্রস্থ কলকাতা সহ রাজ্য় 
  •  স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনার সাহায্য চাইল নবান্ন 
  •  এনডিআরএফ এবং এসডিআরএফের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে  
  •  স্বরাষ্ট্রদফতরের তরফে রেল, পোর্টকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে 

  

Ritam Talukder | Published : May 23, 2020 12:30 PM IST / Updated: May 23 2020, 06:13 PM IST


ঘূর্ণীঝড় আমফানের তাণ্ডবে ব্য়পক ক্ষতিগ্রস্থ কলকাতা সহ রাজ্য়। বিদ্য়ুৎহীন-জলহীন অবস্থায় চার দিনে পা রাখল বাংলা। এদিকে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফিরছে না। যার জেরে অসহায় মানুষদের ক্রমশ ক্ষোভ বাড়ছে। আর তা বুঝতে পেরেই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনার সাহায্য চাইল নবান্ন।  

আরও পড়ুন, জল-বিদ্যুৎ নেই চারদিন,প্রবল বিক্ষোভের মুখে ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্য়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনার সাহায্য চাইল নবান্ন। একই সঙ্গে রেল, পোর্ট সবাইকেই এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রদফতরের তরফে। এই বিষয়ে টুইট করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যে আমফান পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘন্টা-সাতদিন কাজ করে চলেছে সমস্ত কর্মীরা। কিন্তু আরও অতিরিক্ত কর্মীর প্রয়োজন। তাই সেনা, রেল এবং বন্দর কতৃপক্ষের কাছে সাহায্যের জন্যে আবেদন করল রাজ্য।

 আরও পড়ুন, বিদ্য়ুৎহীন অবস্থায় ৪ দিনে পা রাখল বাংলা, ধৈর্য্য ধরার কথা শোনালেন মমতা

অপরদিকে, রাজ্যের তরফে টুইটে আরও আবেদন, পানীয় জল পরিষেবা, নিকাশী ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত কাজ চলছে। কিন্তু কাজের জন্যে আরও কর্মীর প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন দফতর থেকে কর্মী চাওয়া হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার-কাজ চালাচ্ছে। এবার তাঁদের সাহায্যের জন্যে দফতরের তরফে সেনা, বন্দর এবং রেলওয়ের তরফে সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে।

 আরও পড়ুন, ঘূর্ণীঝড় আমফানের থাবা শহরের ৩০০টি রেশন ঘরে, ক্ষতিগ্রস্থ ৯০ কোটির খাদ্য়সামগ্রী

Share this article
click me!