বৃষ্টির চোখ রাঙানি আর নেই, ধীরে ধীরে রাজ্যে বাড়বে রাতের তাপমাত্রা

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। ১৯ ফেব্রুয়ারি থেকে আকাশ মেঘলা হবে। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে। 

এই মুহূর্তে আর বৃষ্টির (Rain Forecast) চোঙ রাঙানি নেই বাংলায় (Bengal Weather)। আগামী চারদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) মোটামুটি পরিষ্কার থাকবে। কিন্তু, ১৯ ফেব্রুয়ারি থেকে ফের মেঘলা হতে শুরু করবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে একথা জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির (Rain) কোনও পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। ১৯ ফেব্রুয়ারি থেকে আকাশ মেঘলা হবে। রাতের তাপমাত্রা (Night Temperature) দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে। আজ কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। তবে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়বে।

Latest Videos

আরও পড়ুন- বৃষ্টি নয়, বঙ্গে এবার তাপমাত্রা বাড়ার পালা-কী বলছে আবহাওয়া রিপোর্ট

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। ফেব্রুয়ারি মাসে এই সময় তাপমাত্রা স্বাভাবিক থাকে। কিন্তু, এবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম রয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হওয়া আসছে তার প্রভাবেই এখনও শীত অনুভূত হচ্ছে রাজ্যে। আগামী চার পাঁচ দিনে তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে।

আরও পড়ুন- সিবিআই দফতরে হাজিরা দেবের, গরু পাচারকাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ

পশ্চিমী ঝঞ্ঝার জেরে একাধিকবার বৃষ্টি
এখন ফেব্রুয়ারির প্রায় অর্ধেক নাস কেটেই গিয়েছে। বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিং করছে শীত। এবারের মরশুমে তেমনভাবে জমাটি ঠান্ডা পায়নি বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বৃষ্টির মুখে পড়েছে বাংলা। আর তাতে প্রত্যেকবার ব্যাঘাত ঘটেছে শীতে। কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও তা বেশিদিন স্থায়ী হয়নি। আবার বৃষ্টি এসে কমিয়ে দিয়েছে শীতের অনুভূতি। এমন ঘটনা এই মরশুমে একাধিকবার হয়েছে। আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু। যার প্রভাব পড়ছে চাষে। অকাল বৃষ্টির জেরে পচে গিয়েছে বহু সবজি। আর তার প্রভাব পড়ছে বাজার দরের উপর। এরপর সবজির দাম আগুন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, এবারের শীতে উত্তরের পাহাড়ি জেলা দার্জিলিঙে ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে। সান্দাকফুতেও ব্যাপক তুষারপাত দেখা গিয়েছে, আর তার জন্য পর্যটকদের ভিড় করতে দেখা গিয়েছে পাহাড়ে।

আরও পড়ুন- 'ইসলামপুর পুর নির্বাচনে তৃণমূল নেতাই সন্ত্রাস চালাবে', অভিযোগ দলেরই বিধায়কের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla