কৃষি পণ্য পরিবহণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১ এপ্রিল থেকে উঠে যাচ্ছে চেকপোস্ট

Published : Mar 11, 2020, 04:10 PM IST
কৃষি পণ্য পরিবহণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১ এপ্রিল থেকে উঠে যাচ্ছে চেকপোস্ট

সংক্ষিপ্ত

কৃষি পণ্য পরিবহণে থাকবে না চেকপোস্ট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম লাগু নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষিজাত পণ্য পরিবহণের ক্ষেত্রে এবার তুলে দেওয়া হচ্ছে চেক পোস্ট। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "পয়লা এপ্রিল থেকে রাজ্যের ১০৯টি চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে। ফলে কৃষিজাত পণ্য পরিবহণের ক্ষেত্রে আরও কোনও বাধা থাকবে না। এতে সমাজের বড় একটা অংশ স্বস্তি পাবে। বাংলার জন্য এটায় ভাল হবে।"

আরও পড়ুন: পাক সেনার মহড়া চলাকালীন বিপত্তি, ইসলামাবাদে ভেঙে পড়ল সাধের এফ-১৬

কৃষিপণ্য নিয়ে চেক পোস্টে অনেকক্ষণ দাঁড়াতে হয়। এর ফলে অনেকসময়ই শস্য, কৃষিজপণ্য নষ্ট হয়ে যায়। এই নিয়ে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে অনেক অভিযোগ পাচ্ছিলেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে এই সমস্যা না হয় তার জন্যই ১০৯টি চেক পোস্ট তুলে নেওয়া হচ্ছে বলে এদিন সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রেমিক ফাঁস করে দিয়েছে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও, লাজে গলায় ফাঁস দিল ষোড়শী

তবে চেকপোস্টে কাজ না থাকলেও কর্মীরা কাজ হারাবেন না বলেই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "৬৫০ জন কর্মী কাজ করতেন। তাঁদের কারও চাকরি যাবে না। নিকটবর্তী কিষাণ মাণ্ডিতে তাঁরা কাজ করবেন।"
 

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?
Messi in Kolkata : যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, কী বললেন জাভেদ শামিম?