এবার সিএএ-র প্রতিবাদে রাস্তায় যুব লিগ, রাজভবন অভিযান আটকাল পুলিশ

Published : Feb 01, 2020, 04:49 PM ISTUpdated : Feb 01, 2020, 04:52 PM IST
এবার সিএএ-র প্রতিবাদে রাস্তায় যুব লিগ, রাজভবন অভিযান আটকাল পুলিশ

সংক্ষিপ্ত

ফরওয়ার্ড ব্লক যুবলিগের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ নাগরিকত্ব আইনের প্রতিবাদে শনিবার রাজভবন অভিযান করে লিগ কর্মসূচি বেশি দূর যাওয়ার আগেই আটকে দেয় পুলিশ পথেই বসে পড়ে আন্দোলনকারী থেকে সংগঠনের সমর্থকরা    

ফরওয়ার্ড ব্লক যুবলিগের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ। সংশোধিত নাগরিক আইন, এনআরসি এবং এনপিআর এর প্রতিবাদে শনিবার রাজভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল ফরওয়ার্ড ব্লকের যুবরা। 

দূষণমুক্ত করতে ৪৪০০ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

এদিন যোগাযোগ ভবনের সামনে জমায়েত হয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যুব-ছাত্ররা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু পুলিশি বাধায় মিছিল বেশি দূর এগোতে পারিনি। সেখানেই আন্দোলনকারীরা বসে পড়ে কেন্দ্রীয় সরকারের এইসব নীতির বিরুদ্ধে সোচ্চার হোন। ফরওয়ার্ড ব্লক যুবদের পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে নাগরিক আইন বাতিল করতে হবে। 

কলকাতায় যাদুঘরের জন্য় বাড়তি বরাদ্দ, তামিলনাড়ুতেও প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা

দেশে সাংবিধানিক সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি কর্মসংস্থানের দাবিও জানায় তারা। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য কিংবা কেন্দ্র কোনও সরকারি দিশা দেখাতে পারছে না বলে এদিনের কর্মসূচি থেকে অভিযোগ করেন ফরোয়ার্ড ব্লকের ছাত্র-যুব নেতারা। রাজ্যের শিক্ষাব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে বলেও অভিযোগ তাদের।

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট