আজ শহরে কী দামে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল, ছুটির দিনে বাইরে বেরোনোর আগে জানুন জ্বালানীর দর

রবিবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

রবিবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ২২ মার্চের পর প্রায় ১০ টাকা ২০ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি পেয়েছে। যদিও ৫ রাজ্যের ভোটের ফলাফলের আগে   প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। তবে নতুন করে লাফিয়ে বাড়ার পর এবার রবিবার নিয়ে লাগাতার চার দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যবৃদ্ধির পর ইতিমধ্যেই শহরে পেট্রোলের দাম হয়েছে ১১৫ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা।  রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে। গুরগাওতে লিটার প্রতি পেট্রোল দাম ১০৫ টাকা ৮৬ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ৯৭ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। 

Latest Videos

আরও পড়ুন, বসন্তের পোড়া রোদে বাসন্তি পুজোয় দুই পদার্থবিদ, মুখোমুখি দেবীপ্রসাদ ও সুস্মিতা

 প্রসঙ্গত, ২০২১ এর শেষের দিকে আকাশ ছোঁয়া জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু বাইশ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দামে আগুন লেগেছে।  অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে।

আরও পড়ুন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল কলকাতায়, ২০২৩-র মধ্যে জলের নীচ দিয়ে পরিষেবা শুরু

যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এখন কথাটা হচ্ছে   গত সতেরো দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আগেই যেখানে গত তিন মাস আগের দামে অসুবিধায় পড়েছিল তামাম ভারতবাসী, এখন সেই জায়গাটাও আরও সংকুচিত হয়ে দাঁড়িয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন