আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল কলকাতায়, বেরোনোর আগে জানুন আপনার শহরের জ্বালানীর দাম

শুক্রবার সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা। শুক্রবার কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, চলুন এই সববিষয়গুলিই জেনে নেওয়া যাক।

 

শুক্রবার সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)।গত তিন মাস পার হয়ে জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেই। শুক্রবার কলকাতা-সহ সারা দেশে কী দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, চলুন এই সববিষয়গুলিই জেনে নেওয়া যাক।

 এদিন আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Latest Videos

 দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।  

মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা। 

  আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী, শুক্রবার  আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। 

আরও পড়ুন, আজ ফের দুই বঙ্গেই বৃষ্টি, রাতের বেলায় শীতের আমেজ বজায় থাকার পূর্বাভাস

ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৭ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। 

ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা।

 চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬২ পয়সা। 

আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

 প্রসঙ্গত, ক্রমাগত বেড়ে চলা মূল্যবৃদ্ধি থেকে দ্রুতই স্বস্তি পেতে পারেন মানুষ। আগামীদিনে পেট্রোল-ডিজেল থেকে অন্যান্য জিনিসের দাম কমতে পারে। নীতি আয়োগের সহ সভাপতি রাজীব কুমার বলেছেন, বাজেট ২০২২ এ এমন কিছু পদক্ষেপ করা হয়নি, যাতে মূল্যবৃদ্ধির চাপ বাড়ে। তিনি বলেন আন্তর্জাতিক স্তরে ইন্ধন এবং পণ্যের মূল্য়বৃদ্ধি আগামীদিনে বজায় থাকবে না। বিশ্ববাজারে দাম কমার পাশাপাশি দেশিয় বাজারেও দাম কমবে। এতি মানুষের স্বস্তি পাওয়ার আশা রয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও বিশেষজ্ঞদের সমীক্ষা অন্য কথা বলছে। 

আরও পড়ুন, তৃতীয়বারের জন্যও থিম কান্ট্রি বাংলাদেশ, কোভিড বিধি মেনেই হচ্ছে ৪৫ তম কলকাতা বইমেলা

 সৌদি আরামকো মার্চের জন্য এশিয়াতে বিক্রি হওয়া নিজের ক্রুড গ্রেডের রেট বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর প্রখ্যাত তেল কোম্পানি রপ্তানিকারক কোম্পানিদের মধ্য়ে সৌদি আরামকো নিজেদের এশিয়ার গ্রাহকদের জন্য ফ্লাইট টিকিটের দাম ফেব্রুয়ারির তুলনায় মার্চের প্রতি ব্যারেল বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের একটি সমীক্ষা উঠে আসা তথ্য অনুযায়ী অনুমান করা হয়েছে যে, কোম্পানি মার্চে নিজের প্রোডাক্টের দাম বাড়াতে পারে। বৃদ্ধির দিকে তাঁকিয়ে করা হয়েছে। এর কারণে কোম্পানিগুলি গ্যাস অয়েল এবং জেট ফুয়েলে বেশি মার্জিন রাখছে। 

 

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results