পশ্চিমী ঝঞ্জার জের, আজ থেকে ফের বৃষ্টি দুই বঙ্গেই, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

Published : Feb 10, 2022, 08:29 AM ISTUpdated : Feb 10, 2022, 08:36 AM IST
পশ্চিমী ঝঞ্জার জের, আজ থেকে ফের বৃষ্টি দুই বঙ্গেই, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার  শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, ১০ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।   আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৮ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়ার্স।  

বৃহস্পতিবার  শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর (Weather Office),  ' ১০ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।  রাতের তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গে  আগামী তিন থেকে চার দিনে হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৮ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়ার্স।

হাওয়া অফিস জানিয়েছে, ১০ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ১০তারিখ হালকা বৃষ্টি হবে।রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে ।উত্তরবঙ্গের  দার্জিলিং, কালিম্পংয়ে আগামী তিন থেকে চার দিনে হালকা বৃষ্টি হবে।  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলাতে । নিচের দিকে মালদা ও ২ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই বৃষ্টিপাতের কারণ  একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে। তার ফলে  এই বৃষ্টি।'অপরদিকে,  আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আবহাওয়ার পরিবর্তন হবে।  আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।  উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়বে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট।  উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন, শিলিগুড়ি পুরভোটের মুখে উত্তরবঙ্গ সফরে মোহন ভাগবত, জানুন আরএসএস প্রধানের কর্মসূচি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৬.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা  ১৮.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ।  সর্বনিম্ন ৩৬ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।  মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।  সর্বনিম্ন ৪৫ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস। যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৪৪ শতাংশ  বলে জানিয়েছিল হাওয়া অফিস।

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী