সপ্তাহান্তে বেরোনোর আগে জানুন জ্বালানীর দাম, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায়

Published : Apr 23, 2022, 09:14 AM IST
সপ্তাহান্তে বেরোনোর আগে জানুন জ্বালানীর দাম, আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায়

সংক্ষিপ্ত

শনিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নিন। 

শনিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  রাজ্যে গত সতেরো দিনে ১৪ বার দাম বাড়ে পেট্রোল-ডিজেলের। যার ঝক্কি পোয়াতে হয়েছে ব্যবসায়ী তথা সাধারণ মানুষের। একেতো জ্বালানীর দামে ভোটের আগেও নেহাত কম ছিল না। তবে ফলাফলের পর তা প্রায় রুদ্ধশ্বাস গতিতে বেড়েছে। যেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেট্রোল-ডিজেল সব কিছু জড়িয়ে, তাই তার প্রভাব পড়েছে বাজার মূল্যের উপরেও। স্বাভাবিকভাবেই বেসরকারি পরিবহণ ব্যবস্থা জ্বালানীর দাম বৃদ্ধিতে জর্জরিত। তবে কি ফের ভাড়া বাড়ানো হবে, এই প্রশ্নও চলছে সবার মনে। এমত অবস্থায় ইতিমধ্য়েই কলকাতায় ১১৫ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম পার করেছে আগেই। শনিবার  কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নিন। 

এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।

আরও পড়ুন, 'দয়া করে নিরাপত্তা দিন, আমার প্রাণ ঝুঁকিতে', বিশ্বভারতীর উপাচার্যের কাতর আর্তি তুলে টুইট রাজ্যপালের

  উল্লেখ্য,  প্রতিবেশি রাষ্ট্র শ্রীলঙ্কায় জ্বালানীর দাম গগনচুম্বি। ভারতে দাম এদিন অপরিবর্তিত থাকলেও, এই দামে জ্বালানী কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবে পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক।এই আলোচনা ইতিবাচক হলে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমবে। গতবছর শেষের দিকে আকাশ ছোঁয়া জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু বাইশ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দামে আগুন লেগেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরেও পড়েছে।  তবে ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটে কেন্দ্র। 

আরও পড়ুন, 'জাহাঙ্গিরপুরীতে তৃণমূল যাচ্ছে, বাঁকুড়ায়-শিবপুরে-ইসলামপুরে কে যাবে', বিস্ফোরক দিলীপ

আরও পড়ুন, দরজা আটকে বাইরে পাহারা দিলেন মহিলা, নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ ৪

এদিকে কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ২২ মার্চের পর প্রায় ১০ টাকা ২০ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি পেয়েছে।  প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। মূল্যবৃদ্ধির পর যদিও ইতিমধ্যেই কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৫ টাকা পার করে গিয়েছে। তবে শনিবারও ফের পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল টানা পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে। জ্বালানীর দাম সস্তা হওয়ার আশায় এখনও পশ্চিমবঙ্গবাসী।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ
Today live News: Central Scheme - মাসে মাসে ১০০০ টাকা রাখলেই ৫ বছর পরে মিলবে প্রায় ৩ লক্ষ! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম আনল কেন্দ্র