Oil Price Today: আজ পেট্রোল-ডিজেলের কি দাম কলকাতায়, দেখুন সারা দেশের জ্বালানীর দর

কলকাতা সহ সারা দেশে প্রায় তিন মাসের পথে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।  জেনে নিন সোমবার কলকাতা দেশের দশ শহরে কি দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল।

 

কলকাতা সহ সারা দেশে প্রায় তিন মাসের পথে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবারও তার অন্যথা হল না। এদিন সকালেই পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)।  আন্তর্জাতিক বাজারে ক্রমশ তেলের দাম পরিবর্তন এসেছে। তবু আগের অবস্থানেই দেশ। জেনে নিন সোমবার কলকাতা দেশের দশ শহরে কি দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল।

সোমবার  আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Latest Videos

 মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।  

আরও পড়ুন, 'নেতাজি ভক্তি তৃণমূলের নাটক, তামিলনাড়ু-পশ্চিমবঙ্গ সব এক', IAS ক্যাডার ইস্যুতে তোপ দিলীপের

সারা দেশের পাশাপাশি আরও ৬ শহরেও পেট্রোল ডিজেলের দাম বদল হয়নি। সোমবার আইওসিএল -র  (Indian Oil Corporation Ltd) )ওয়েবসাইট অনুযায়ী, কী দাম যাচ্ছে   আগ্রা, ভুবেনেশ্বর,  চণ্ডীগড়, আমেদাবাদে সহ ৬টি শহরে, এবার জেনে নেওয়া যাক।

এদিন আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। 

ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা।

 চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

 ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। 

ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। 

প্রসঙ্গত, কালিপুজোর আগে পেট্রোল-ডিজেলের দামের ওপর আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। তারপর পেট্রোল ও ডিজেলের উপর ৫ এবং ১০ টাকা কমানো হয়। দেশের রাজধানী দিল্লিতে গত বছরই পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল দিল্লি সরকার। তারপরেই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা ৫৬ পয়সা কমে যায়। যদিও এমন সুবিধা সব শহর পায়নি। তবে এই সুযোগগুলি দেশের সব রাজ্যগুলি পায়। অবিজেপি রাজ্যগুলিতে তাই দাম কমোনো নিয়ে ক্ষোভের আগুন নেভেনি। দাম কমার আশায় দিন কাটাচ্ছে  শহর কলকাতা।

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today