পেট্রোল-ডিজেলের পরপর দুই দিন দাম বাড়ার পর বৃহস্পতিবার ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। চলুন জেনে নেওয়া যাক কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল।
পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) পরপর দুই দিন দাম বাড়ার পর বৃহস্পতিবার ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর দুই বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্য বিধানসভা ভোটে বিপুল জয়ের পর নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার (BJP Govt), তোপ দেগেছেন ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। চলুন জেনে নেওয়া যাক কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল।
পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। নতুন মূল্য কার্যকর হয়েছে, ইতিমধ্যেই জানিয়েছে পেট্রোল ডিলার্স অ্যাসোশিয়েশন। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৮ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৪২ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১১১ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ টাকা ৭৪ পয়সা। চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০২ টাকা ৯৬ পয়সা এবং ডিজেলের দাম ৯২ টাকা ৯৯ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৭ টাকা ০১পয়সা এবং ডিজেলের দাম ৮৮ টাকা ২৭ পয়সা। লখনউতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ টাকা ৪০ পয়সা। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০২ টাকা ২৬ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৮ পয়সা।
আরও পড়ুন, বীরভূম গণহত্যার চাঞ্চল্যকর তথ্য, এখন পর্যন্ত কোথায় দাঁড়িয়ে তদন্ত, কী কী ঘটল এখন পর্যন্ত
প্রসঙ্গত, ২৮ দিন পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল। তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত। নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তোপ দেগেছেন ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।