ফের পেট্রোলের দাম বেড়ে ১০৯ ছুঁইছুঁই কলকাতায়, এক সপ্তাহে ৫ বার মূল্যবৃদ্ধির পর কী দর সারা দেশে

Published : Mar 27, 2022, 08:32 AM ISTUpdated : Mar 27, 2022, 08:39 AM IST
ফের পেট্রোলের দাম বেড়ে ১০৯ ছুঁইছুঁই কলকাতায়, এক সপ্তাহে ৫ বার মূল্যবৃদ্ধির পর কী দর সারা দেশে

সংক্ষিপ্ত

ফের চলতি সপ্তাহে গত ছয় দিনে পঞ্চমবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের । রবিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।

ফের চলতি সপ্তাহে গত ছয় দিনে পঞ্চমবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price)। রবিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে পঞ্চমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৫৩ পয়সা। এবং  প্রতি  লিটারের ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা।  চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

  চলতি সপ্তাহে এই নিয়ে পঞ্চমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।  ২২ মার্চ থেকে চার বারে মোট ৩ টাকা ৮৬ পয়সা বেড়েছে জ্বালানীর। রবিবার সকাল ৬টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।  এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম বেড়ে ১০৮ টাকা ০১ পয়সা থেকে দাঁড়িয়েছে  ১০৮ টাকা ৫৩ পয়সা।জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৫০ পয়সা   এবং ডিজেলের দাম ৫৫ পয়সা বেড়েছে।  দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৮টাকা ৬১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬১ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৪২ পয়সা।মুম্বই লিটার প্রতি পেট্রোল দাম ১১৩ টাকা ৩৫ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৮৮ পয়সায় দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৭ টাকা ৫৫ পয়সা টাকা থেকেবেড়ে ৯৮ টাকা ১৩ পয়সায় দাঁড়িয়েছে । মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৫৩ পয়সা এবং ৫৮ পয়সা বেড়েছে। এর আগে মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার জ্বালানীর দাম বাড়ে। প্রতিবার লিটার প্রতি গড়ে ৮০ পয়সা দাম বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন, আজ ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই

এদিকে ৩০ দিন পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে  অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত।  

PREV
click me!

Recommended Stories

'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের
Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন