কোভিড জয়ে এল অক্সিজেন কনসেনট্রেটর, ঘূর্ণিঝড় রুখতে ম্যানগ্রোভ রোপণ সুন্দরবনে

Published : Jun 02, 2021, 05:53 PM IST
কোভিড জয়ে এল অক্সিজেন কনসেনট্রেটর, ঘূর্ণিঝড় রুখতে ম্যানগ্রোভ রোপণ সুন্দরবনে

সংক্ষিপ্ত

কোভিড আবহে- ঘূর্ণীঝড় বিধ্বস্ত দক্ষিনবঙ্গ রূপ ফিরিয়ে আনা, প্রশাসনের কাছে চ্যালেঞ্জ   সাংবাদিকদের মুখোমুখি  এবার জেলাশাসক  সাহায্যের হাত বাড়ালো স্বেচ্ছাসেবী সংস্থাও  

কোভিড আবহে ঘূর্ণীঝড় বিধ্বস্ত দক্ষিনবঙ্গকে নতুন রূপ। একদিকে কোভিডের মোকাবিলা এবং অন্যদিকে যশ (Yaas) বিধ্বস্ত দক্ষিনবঙ্গকে পুনরায় আগের রূপ ফিরিয়ে আনা, জেলা প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ডক্টর পি উলগানাথন। 

আরও পড়ুন, Live Covid- 'টিকাকরণে দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ', দাবি মুখ্যমন্ত্রীর, কবে টিকা নিচ্ছেন মমতা  


বুধবার একটি  বেসরকারি কোম্পানির পক্ষ থেকে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। তিনি জানান, অতিমারির মোকাবিলা করার জন্য এখনও পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন অক্সিজেন কনসেনট্রেটরের। রাজ্য সরকারের পাশাপাশি এই কাজে হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বেসরকারি কোম্পানিগুলোও। সেই মেশিনগুলো সংগ্রহ করে সরাসরি প্রয়োজন অনুসারে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্লকে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আরও জানান, আগামীকাল থেকেই শুরু হবে রাজ্য সরকারের 'দুয়ারে ত্রাণ' কর্মসূচি। প্রত্যেক ব্লকে সেই কাজ যেন সুষ্ঠভাবে হয়, সেই বিষয়েও লক্ষ্য রাখা হবে।

আরও পড়ুন, 'আলাপন অধ্য়ায় শেষ এবার', নবান্নে বার্তা মমতার 

অপরদিকে,  যশ (Yaas) বিধ্বস্ত এলাকাগুলোতেও পুনর্গঠনের কাজে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন যে রীতিমতো প্রথমসারির ভূমিকা রাখছে, তাও উল্লেখ করেন জেলাশাসক। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগানোর ওপরেও জোর দেওয়া হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি