আদালতে পার্থ-অর্পিতা, ফের কতদিনের হেফাজত চাইবে ইডি?

মেয়াদ ফুরল পার্থ-অর্পিতার ইডি হেফাজতের। ফের কত দিনের হেফাজত চাইবে ইডি? গত ১০ দিনের লাগাতার জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে? এমনই নানা প্রশ্ন ঘিরে সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। 

মেয়াদ ফুরল পার্থ-অর্পিতার ইডি হেফাজতের। ফের কত দিনের হেফাজত চাইবে ইডি? গত ১০ দিনের লাগাতার জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে? এমনই নানা প্রশ্ন ঘিরে সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি।  

আর কিছুক্ষণের মধ্যেই  এসএসসি দুর্নীতি মামালায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। গত ২৩ জুলাই গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তার আগে ২৭ ঘন্টা ধরে চলে পার্থর বাড়ি তল্লাশি। ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত নথি। এরপরই অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় কোটি কোটি টাকা এমনকি শিক্ষা দফতরের খামও। এসএসসি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি।  

Latest Videos

আরও পড়ুন তৃণমূল কাউন্সিলরের বাড়ির নিচে অর্পিতার নেল পার্লার, শাটার নামিয়ে সিল করে দিল ইডি

গত ১০ দিন ধরে চলেছে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব। যদিও সন্তোষজনক উত্তর মেলেনি বলেই জানিয়েছেন ইডির তদন্তকারীরা। প্রাক্তন মন্ত্রীর ইঙ্গিত অবশ্য সময় এলেই তিনি সব বলবেন। যদিও গত ১০ দিনের ইডি হেফাজতের সময়কালে সেই সময় আসেনি। 

আরও পড়ুন - গড়িয়াহাটের পণ্ডিতিয়া রোডে আরও এক ফ্ল্যাটে তল্লাশি ইডির, অর্পিতার নামে ফ্ল্যাট কেনেন পার্থ

আজ ১১টা নাগাদ ইডির বিশেষ আদালতে পেশ করা হয় পার্থ-অর্পিতাকে। এখন দেখার আর কত দিনের হেফাজত চাইবে ইডি। 

বুধবার সকাল সোয়া ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে পার্থ-অর্পিতাকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় ইডি। 

অপরদিকে শান্তিনিকেতনের অপায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাগানবাড়িতে টাকা ও বিশেষ কোনও নথি রয়েছে কি না খতিয়ে দেখতে বুধবার সকালে শান্তিনিকেতনে পৌঁছন ইডি আধিকারীকরা। অপা ছাড়াও শান্তিনিকেতনে অর্পিতার আরও তিনটি বাগানবাড়ির হদিশ মিলেছে। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটের মতো এই বাড়িগুলিতেও কি মিলতে পারে কোনও বিশেষ নথির হদিশ? খতিয়ে দেখছে ইডির গোয়েন্দারা।  

আরও পড়ুন - পার্থ - অর্পিতার গোপন কথা? বাজেয়াপ্ত দুটি ডায়েরি লেখা হয়েছিল কোড ব্যবহার করে  

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল