কলকাতা বিমানবন্দরে আবারও যাত্রী বিক্ষোভ। অভিযোগ, যান্ত্রিক ত্রুটির জন্য় ঢাকাগামী বিমান ছাড়তে দেরি করে। এদিকে অনেকটা সময় পেরিয়ে গেলেও সেবিষয়ে স্পষ্ট কোনও ধারণাও দেওয়া হয়নি যাত্রীদের। তারপরেই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বচসায় লিপ্ত হয় ক্ষুব্ধ যাত্রীরা।
আরও পড়ুন, ২০০ টাকার পেঁয়াজের ঝাঁজ, ঐতিহ্য হারাতে বসেছে কফিহাউজের খাদ্যতালিকা
রবিবার সকাল ৮:১০ নাগাত বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের কলকাতা থেকে ঢাকা উদ্দেশ্য়ে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীদের দাবি, বিমান সংস্থার তরফে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে দেরী হবে। কখন ঢাকাগামী বিমান ছাড়বে, বেলা বারোটা গড়িয়ে গেলেও সে বিষয়ে স্পষ্ট জানানো হয়নি। এর পরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দফায় দফায় চলে বিক্ষোভ। কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কিও হয় যাত্রীদের। শেষ পর্যন্ত দুপুর ৩টে নাগাত ঢাকাগামী বিমানটি ছাড়ে।
আরও পড়ুন, বছর বিদায়ের আগে শীতের অপেক্ষায় শহরবাসী, আগামী দু দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
গতমাসের শুরুতে জোড়া বিমান, যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছিল। সেবারও যাত্রীদের কোনও পরিষ্কার ধারণা না দিয়ে, শেষে বিমান বাতিল করা হয়। আর একই কারণে, বারবার যাত্রী বিক্ষোভের দৃশ্য় উঠে আসছে, কলকাতা বিমানবন্দরে।