যান্ত্রিক ত্রুটিতে বাতিল জোড়া বিমান, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

Published : Dec 02, 2019, 12:31 PM IST
যান্ত্রিক ত্রুটিতে বাতিল  জোড়া বিমান, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

সংক্ষিপ্ত

  যান্ত্রিক ত্রুটির জন্য় বাতিল কলকাতা বিমানবন্দরে, জোড়া বিমান   প্রথমে জানানো হয়, আবহাওয়া খারাপের জন্য বিমান উড়তে পারছে না দশটায় উড়বে বলেও, কিছু পরেই ঘোষণা  হয়, উড়ানটি বাতিল হয়েছে আর তারপরেও বিমানবন্দরের ভিতরে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে  

যান্ত্রিক ত্রুটির কারণে যেতে পারল না কলকাতা থেকে গুয়াহাটির গামী বিমান জিএইট ২৯৫। আর তারপরেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের কথায়, তাদেরকে নির্দিষ্ট কারণ না জানিয়েই ওই বিমানটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন, একদিনেই প্রতারিত পঁচিশজন, যাদবপুর জুড়ে এটিএম আতঙ্ক


 যাত্রীদের অভিযোগ, সোমবার সকাল পাঁচটা নাগাদ গো এয়ারের একটি বিমানের কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা।  যাত্রীদের প্রথমে জানানো হয়, আবহাওয়া খারাপ থাকার জন্য বিমান উড়তে পারছে না। এরপর ফের ঘোষণা করা হয়, সকাল  দশটা নাগাদ বিমান উড়বে।  কিন্তু দশটার কিছু পরেই ঘোষণা করা হয়, উড়ান বাতিল করা হয়েছে। এতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।

আরও পড়ুন, তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে, শীতের অপেক্ষা বাড়ার আশঙ্কা


অপরদিকে কলকাতা থেকে জিএইট ৭৯১ আমেদাবাদ যাওয়ার সময়েও একই সমস্য়ার সম্মুখীন হয়। একই কারণে সেই বিমানটি ও বাতিল করা হয়। আর তারপরেও যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ দেখায় বিমানবন্দরের ভিতরে। যাত্রীদের অভিযোগ, বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তাদের কোনো সদুত্তর দেয়া হয়নি। বিমান কর্তৃপক্ষের তরফ থেকে তাদের টিকিট বাতিল করার কোনও নির্দিষ্ট কারণ দেখানো হয়নি। এমনটাই দাবি করেছেন যাত্রীরা।
 

PREV
click me!

Recommended Stories

বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল