কলকাতা মেডিক্য়ালের লিফট খারাপ ২ ঘন্টার উপরে, চরম ভোগান্তির মুখে রোগীরা

  •  ফের অসুবিধার সম্মুখীন কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতাল
  •  কলকাতা মেডিকেল কলেজে সুপারস্পেস্যালিটি ব্লকের লিফট খারাপ 
  • এদিকে পেরিয়ে গেছে গেছে প্রায় দু'ঘণ্টা, চরম ভোগান্তিতে রোগীরা 
  • উল্লেখ্য়, কিছুদিন আগে  বিদ্য়ুৎ বিভ্রাট হয়েছিল কলকাতা মেডিক্য়ালে 
     

 ফের অসুবিধার সম্মুখীন কলকাতা মেডিক্য়ালের রোগীরা। কলকাতা মেডিকেল কলেজে সুপারস্পেস্যালিটি ব্লকের লিফট খারাপ সমস্যায় পড়েছে রোগীরা। এদিকেপেরিয়ে গেছে গেছে প্রায়  দু'ঘণ্টা। উল্লেখ্য়, কিছু দিন আগে  বিদ্য়ুৎ বিভ্রাট হয়েছিল কলকাতা মেডিক্য়ালে।সেবারও সবমিলিয়ে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে।

খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, ১৫ জুন খুলবে বেলুড়ও

Latest Videos

সূত্রের খবর, কলকাতা মেডিকেল কলেজে সুপারস্পেস্যালিটি ব্লকের লিফট খারাপ হয়ে গিয়েছে প্রায় ২ ঘন্টার ওপরে। এদিকে সেই লিফট দিয়ে রোগীরা যাতায়াত করে। অনেকেই সিড়ি ভাঙতে পারে না।  রোগী  কিংবা বয়েসের ভারে অসুস্থ সবাইকে সুবিধা দিতেই ওই লিফট পরিষেবা দেওয়া হয়। অনেকে রোগীর ছুটিও হয়েছে কিন্তু তারাও বেরোতে পারছে না লিফট খারাপ থাকার জন্য়। এদিকে সরকারি জায়গায় এমন পরিস্থিতি পড়ে চরম ভোগন্তির শিকার হয়েছে রোগীরা।

আরও পড়ুন, শহরে দূষণ নিয়ন্ত্রনে বৃক্ষরোপণ-সংক্রমণ রুখতে কোয়ারেন্টিন সেন্টার, সক্রিয় ভূমিকায় ফিরহাদ

প্রসঙ্গত কিছু দিন আগে  বিদ্য়ুৎ বিভ্রাট হয়েছিল কলকাতা মেডিক্য়ালে। আচমকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল একাধিক বিল্ডিং।  হঠাৎই গ্রীন বিল্ডিং অন্ধকার হয়ে গিয়েছিল। আর এখানেই একশোরও উপরে করোনা আক্রান্ত সন্দেহে রোগী ভর্তি ছিল। এই বিল্ডিং এর মধ্য়েই রয়েছে আইসিইউ। প্রায় দেড়ঘণ্টা সবই বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে। ইডেন বিল্ডিং, গ্রীন বিল্ডিং-সহ বেশ কয়েকটি বিল্ডিং সম্পূর্ণ অন্ধকারে ছিল দীর্ঘ সময় ধরে। এরপর  জন্য ইডেন বিল্ডিং-এর পিছনে রাখা সবচেয়ে বড় জেনারেটর  চালু করার চেষ্টা করা হয়। এদিকে চালু করা যায়নি জেনারেটরও। সেবারও সবমিলিয়ে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে। চরম ভোগান্তি হয় রোগীদেরও। আরও একবার সেই ছবিই উঠে এল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি